| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাও যেথায় পাবে সেথায় ভাষার ভিন্নতা
দেশি-বিদেশী ভাষার আছে অনেক মান্যতা
আঞ্চলিক ভাষাই হোক বা আন্তর্জাতিক ভাষা
আমার কাছে ভীষণ প্রিয় আমার মাতৃভাষা
এই ভাষাতেই শিক্ষা আমার এই ভাষাতেই পড়া
সকল দেশের সেরা সে দেশ বাংলা দিয়ে গড়া
আকাশ-বাতাস ফল-ফুলেতে সে ভাষারই গন্ধ
সুরে-সুরে সুর মিলিয়ে পেয়েছি গানের ছন্দ
যেথাই আমি থাকি না কেন কমবে না ভালোবাসা
আমার প্রিয় আমাদের প্রিয় আমার বাংলা ভাষা...।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৯
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
২|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৯:১৫
আরজু মুন জারিন বলেছেন: যাও যেথায় পাবে সেথায় ভাষার ভিন্নতা
দেশি-বিদেশী ভাষার আছে অনেক মান্যতা
আঞ্চলিক ভাষাই হোক বা আন্তর্জাতিক ভাষা
আমার কাছে ভীষণ প্রিয় আমার মাতৃভাষা
চমৎকার লিখেছ কবিতাটি পিয়ালী । অনেক ভাল লাগা শুভেচ্ছা রইল। ভাল থাক।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৯
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৩|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮
সুমন কর বলেছেন: ভাল লাগল।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:০৯
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩
bakta বলেছেন: ভাষা আমার ভাষা তোমার
ভাষা সকল জনের,
ভাষা দিয়েই মানুষ চেনা
আসল ভাষা মনের।
ভাষা দিয়েই ভালোবাসা
ভাষা দিয়েই বাসা,
ভাষা দিয়ের মা'কে ডাকা
ভাষাতেই কাঁদা হাসা।
চোখের ভাষা,মুখের ভাষা
ভাষা সকল অঙ্গের,
সবার সেরা আমার ভাষা
আসল ভাষা বঙ্গের।
কবিতাটি চমৎকার লিখেছেন পিয়ালী । অনেক ভাল লাগা শুভেচ্ছা রইল। ভাল থাকুন বেশ ।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১০
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
৫|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুন্দর!
ধন্যবাদ, পিয়ালী দত্ত।
৬|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
হামিদ আহসান বলেছেন: চমৎকার হয়েছে……………
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১০
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৭|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
রাজিব বলেছেন: কবিতা ভাল লেগেছে। এমন একদিন আসুক যেদিন সব বিষয়ে উচ্চ শিক্ষার মাধ্যম হবে বাংলা ভাষা।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১০
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
৮|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সকল দেশের সেরা সে দেশ বাংলা দিয়ে গড়া
এটা এমন হলে কেমন হতো?
সকল ভাষার সেরা সে ভাষা বাংলা দিয়ে গড়া।
তাহলে কবিতাটি ভাষা দিয়েই হতো ।
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১১
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৯|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯
কলমের কালি শেষ বলেছেন: যে যতই অন্যভাষায় কথা বলুক না কেন মাতৃভাষায় কথা বলাতে অমৃত অতুলনীয় । ভালো লাগলো মাতৃভাষার প্রতি ভালবাসা ।..![]()
৩০ শে জুলাই, ২০১৪ রাত ৩:১১
পিয়ালী দও বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
১০|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবির সাথে পরিচিত হলাম ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৪
লেখোয়াড় বলেছেন:
আপনি তো দেখি কবিতা আর ছড়ার যাদুকর।
অনেক কবিতা পোস্ট করেছেন!!
এত দিন বড্ড মিস করেছি।
অনেক ভাল লাগল আপনার ব্লগবাড়ি।
শুভকামনা, ভাল থাকুন।