![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু খেয়াল করলে দেখবা যখন তুমি তোমার ফ্যামেলি মেম্বারদেরকে নিয়া ঘুরতে বের হও, তুমি খুব ভলোমতই তাদেরকে প্রটেক্ট কর। সবসময় খেয়াল রাখ তোমার বোনটির কাছে যেন অন্য কোন ছেলে ঘেঁষতে না পারে, দূর থেকে কেউ যেন তারে দুইটা কটু কথা না বলে। ঠিক তেমনি তুমি তোমার প্রিয়তমা গার্লফ্রেন্ড/স্ত্রী কেও একই ভাবে দেখে দেখে রাখ। তাদের যেন কোন প্রব্লেম না হয় এর জন্য কতকিছুই কর। কিন্তু আবার এই তুমিই যখন বন্ধুদের সাথে আড্ডায় মাত, তখন কোন মেয়েকে নিয়াই কমেন্ট করতে বাদ রাখ না সে যেই বয়সীই হোক। মার্কেট বা রাস্তায় একটু ভীর দেখলেই বের হয়ে পড় মেয়ে দেখতে। আর একটু সুযোগ পেলেই ভীর এর মধ্যে টাচ করতে থাক তাদের স্পর্শকাতর জায়গাগুলো।
তুমি যেই মেয়েটাকে ইচ্ছে করেই ধাক্কা দিলে সেও কারো বোন বা কারো গার্লফ্রেন্ড/স্ত্রী। তুমি যা করলে তা তোমার বোন অথবা মায়ের সাথে হতে পারে। কারন ঢীল মারবা আর পাটকেলটি খাবানা তা হয় না। সৃষ্টিকর্তা তোমাকে দিয়েই তোমার অপকর্মের প্রতিদান দিবেন।
গতকাল এক বড় ভাইয়ের মাধ্যমে আমি দুজন সাজা শেষ করা রেপিস্টের সাথে কথা বলার সুযোগ পাই। তাদের একজন শিশু আর একজন পূর্ণ বয়স্ক নারীকে রেপ করার কারনে জেলখানায় সাজা ভোগ করছে। তারা দুজনই তাদের কর্মের জন্য অনুতপ্ত কারণ তারা যা করেছে ঠিক তাই তাদের সাথেও হয়েছে। একজনের বোন আর অন্যজনের মেয়েও পরবর্তীতে ধর্ষনের শিকার হয়েছে। তারা দুজনই এখন মনে প্রাণে বিশ্বাস করে তাদের অপকর্মের ফল তাদের বোন সন্তানেরা ভোগ করেছে।
আমার দূঃসম্পর্কের এক মামা আছে যে তারই আত্নীয়ের এক সাত বছর বয়সী মেয়েকে অনেকদিন যাবত অনেকবার সেক্সচুয়ালী হ্যারেজমেন্ট করার পর পরবর্তীতে রেপ করতে চেয়েছিল কিন্তু পারে নি। আজ তারই ঐ বয়সী এক মেয়ে আছে। তার স্ত্রী ও নাকি ছোটবেলায় সেক্সচুয়াল হ্যারেজমেন্টের শিকার হয়েছিল। সৃষ্টিকতা এই বাচ্চা মেয়েটির কপালে কি রেখেছে জানি না। তার বাবার অপকর্মের ফল যেন তাকে ভোগ করতে না হয় সেই কামনাই করি।
আসল কথা হইল প্রত্যেকটা মানুষ যদি নিজে ভালো থাকে তবে তার ক্ষতি হবার সম্ভাবনা ততই কম। নিজে ভালো থাকলে নাকি জগৎ ভালো, কথাটা একেবারে মিথ্যা না। যাদের মনে খারাপ চিন্তা আছে তাদেরকে বলব আশপাশ থেকে শিক্ষা নিয়ে আজকেই ভালো হয়ে যান। ঘরে আপনার বোন, মা আপনার স্ত্রীটার কথা ভেবে হলেও অন্য মেয়েকে খারাপ কথা বলা হ্যারেজমেন্ট করা থেকে দূরে থাকুন। ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে লেখাটি পড়ার জন্য।
২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০০
সোলায়মান হোসেন পলাশ বলেছেন: ধন্যবাদ। জ্বী ঠিক বলছেন।
২| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
হালি্ বলেছেন: ঘরে আপনের মা বইন ছাড়া মাইয়া থাকলে হেগো ভবিষ্যতের কথাও চিন্তা কইরেন । আল্লার মাইর দুইন্নার বাইর ।কেমনে আইবো টেরও পাইবেন না । আইজ থিকা ভালো হইয়া যান সব্বাই
২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৭
সোলায়মান হোসেন পলাশ বলেছেন: ধন্যবাদ। আল্লাহ্ যখন দেখানি শুরু করে তখন আর ভালো হওয়ার টাইম থাকে না। আর বাপ মায়ের অপকর্মের সাজা বেশিরভাগ পুলাপানই পায়।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
নতুন বলেছেন: পরিবার থেকে নারীদের সন্মান করতে শেখালে এই সমস্যা কমানো সম্ভব।