নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে
ছবি তুলতে আমার সব সময় ভালো লাগে, যখনই সময় পাই তুলে ফেলি কিছু না কিছু। সেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে আপনাদের।
১। মাঝে মাঝে খাই, ভালো লাগে।
২। আহা কি আরাম, কতো দিন যে এই ভাবে ঘুমাই না।
৩। অদ্ভুত সুন্দর।
৪। বন্ধুত্ব।
৫। ব্লুবেরি বাগানে একদিন।
৬। পাখি।
৭। এই সেই ব্লুবেরি।
৮। বিরক্ত রাইনা।
৯। আজব ড্রাইভার।
১০। চাঁদ গাজী সাহেব।
২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:৩১
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমার বাসার পাশেই দোকান, বিকাল বেলা বসেন, থাকে মাঝরাত পর্যন্ত, সস্তা বলা যায়।
২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৭:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: শেষ ছবির ক্যাপশনে ওরকম কিছু না দিলে বোধহয় বেশি ভালো হতো...
বাকি সব ভালো হয়েছে।
২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:৩১
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি এটা লেখার সময় ভেবেছিলাম হয়ত অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু কেন যেন এই জিনিসটা দেখলে আমার উনার কথা মনে পরে, এটা আমার সমস্যা, কাউকে আক্রমণ করে বা ছোট করার জন্য আমি লেখি নাই। ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: ৮ এবং ৯ নম্বর ছবি দুটি আমার কাছে ভালো লেগেছে।
২৬ শে জুলাই, ২০২১ ভোর ৪:৩৫
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর সাহেব কে, অনেক বড় ফ্যান আপনার, আপনার সব লেখা আমি পড়ি। আপনি আমার ছবি পছন্দ করেছেন দেখে ভালো লাগলো। আমি আপানার পছন্দের ছবি দেবার চেষ্টা করব।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১ রাত ২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবিটির পরে ২-৩টি লাইন লিখেদেন।