নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ তুষারপাত আর আমার তোলা কিছু ছবি।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৪

গতবছর তুষারপাত এর পর একটা তুষারপাত এর ছবি দিয়ে আমি ছবি ব্লগ জিতে নিয়েছিলাম, সেখান থেকে মোটিভেট হয়ে ভাবলাম আবারও কিছু ছবি তুলি, কিন্তু এবার শরীর অনেক খারাপ থাকার কারনে তা হয়ে উঠলো না, চিন্তা করেছিলাম ম্যানহাটানে যাবো, কিন্তু তা হয়ে উঠে নাই, যাই হোক কথা দিচ্ছি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

১।

২।

৩।

৪।

৫।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: ছবি গুলো সব স্বপ্নের মত !

তুষারপাতের ছবি দেখতে তো চমৎকার লাগে কিন্তু বাস্তবে এর ভেতরে থাকতে কেমন লাগে?
আপনার বাস্তব অভিজ্ঞতা কেমন?

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩০

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: যখন পরে তখন তহ অনেক ভালো লাগে, কিন্তু তার পর হয় যতো কাহিনী, সব থেকে কষ্ট হয় গাড়ী পরিষ্কার করতে। তুষারপাত শেষ সবার সাথে সাথে পরিষ্কার না করলে জমে শক্ত হয়ে যায়, সেটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট, এই জন্য যখন ৫/৬ ইঞ্চি এর মতো পরে যায়। তখন পরিষ্কার করে ফেলা ভালো। আর আমার মতো যাদের বউয়ের গাড়ী আছে তাদের জন্য আরও বেশি কষ্ট। গাড়ী চালাতেও অনেক সমস্যা হয়, অনেক স্লিপ করে, অনেক এক্সিডেন্ট হয়।
ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:৩৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর সুন্দর ছবি। কাশ্মীর যেতে হবে একবার এমন তুষার দেখতে

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩০

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: যেতে পারেন, জীবনে একবার হলেও দেখা উচিৎ। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৯

রক্ত দান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার।
তুষারপাত দেখতে আরো একবার কাশ্মির যাবো শীতের সিজনে, পৃথিবী সুস্থ হলে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: যখন বছরের শুরুতে পরবে তখন যেতে পারেন, সত্যি অনেক সুন্দর, এক ধরনের পবিত্রতা কাজ করে মাথার ভেতর, আমি জানি না সবার হয় কি না এটা একান্তই আমার মতামত, তবে আপনার ভালো লাগবে কারন আপনার তহ আর পরিষ্কার করতে হবে না।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি ব্লগ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার মতো আর তুলতে পারলাম কই, আপনার ভালো লেগেছে দেখে ভালো লাগলো, ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কঠিন শীত পড়েছে মনে লয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: জী, গত দুই তিন বছরের থেকে একটু বেশি পরছে, ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গাড়ি দৌড়ানোর কালে কখনো স্লিপ কেটেছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক বার স্লিপ কেটেছে, এবারই তহ, গাড়ি নিয়ে বের হয়েছিলাম একটু, হটাত একটা হার্ড ব্রেক করতে হয়েছিল, এর পর আসলো ব্রেক সিস্টাম সাইন, ভাবলাম এবার তহ আমি ধরা, মনে হয় ডিলারে নিয়ে যাইতে হবে, পরে দেখালম একা একাই চলে গেছে, অনেক এক্সিডেন্ট হয়েছে এবার, আমার পরিচিত ২/৩ জন এর সাথে। ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২০

গরল বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো, তুষারপাত আমারো খুব ভালো লাগে। আমার জানালা দিয়ে তুষারের একটা ছবি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। ভালো থাকবেন।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: ৪নংটা সেই সুন্দর লেগেছে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ঠান্ডা ছিল, ছবি তোলা অনেক কঠিন মাইনাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.