নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

নতুন বাসা, নতুন এলাকা, নতুন করে পুরাতন জীবন।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৩:৩১

১০ বছর নিউ ইয়র্ক থাকার পর বের হয়ে আসলাম, আর ভালো লাগছিলো না। বের না হলে হয়তো বুঝতেই পারতাম না জীবন কতো স্লো আর কতো কিছু উপভোগ করা যায়। যাই হোক, জর্জিয়াতে আবহাওয়া আজ থেকে ২০/২৫ বছর আগের বাংলাদেশ এর মতো। অনেক খোলামেলা, মানুষ গুলাও ভালো। আমার তোলা কিছু ছবি দিলাম।

১। আমার প্রতিবেশী এর বিড়াল, সব সময় আমার বাসার সামনেই ঘুরাঘুরি করে


২। আমার প্রতিবেশী এর ফুলগাছ


৩। আমার প্রতিবেশী এর ফুলগাছ ২


৪। আমার প্রতিবেশী এর ফুলগাছ ৩

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ৮:২৫

কামাল১৮ বলেছেন: বেড়াতে আসছেন।না কি স্থায়ী ভাবে থাকতে আসছেন।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: স্থায়ী ভাবে চলে আসছি। আপনিও কি এইদিকে থাকেন নাকি?

২| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৯

বিটপি বলেছেন: ভ্রমণে গেলে মন রিল্যাক্স হয়, অভিজ্ঞতা বাড়ে। কে যেন বলেছিল যে এক ছায়গায় বেশিক্ষণ থাকলে ছত্রাক গজায়, আর জায়গা পরিবর্তন করলে পাংখা গজায়।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নাহ এবার আর ভ্রমন না, স্থায়ী ভাবে চলে আসছি

৩| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেগুণী ফুলটা কি স্পাইডার রোজ ? সুন্দর ছবি।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: নাম জানা নাই।

৪| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভাল লেগেছে।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:২৯

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি বসবাসের জন্য ব্যস্ত শহর পছন্দ করি। তবে ৪০ এর পর একদম চুপচাপ গ্রাএ থাকতে চাই!

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩১

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি এখনো ৪০ এর কাছাকাছি যেতে পারি নাই, তার আগেই চলে আসলাম। একটা সময় ছিল ভাবতাম বয়স হলে বাংলাদেশ চলে যাব, কিছু ৫ বছর পর এবার বাংলাদেশে গিয়ে প্লান টা পরিবর্তন করতে হলো।

৬| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:



গত কিছুদিন থেকে নিউইয়র্কের রাস্তায় ভীড় কম, এখন কারণাটা বুঝতে পারলাম।

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ভালো বলেছেন, অনেকেই মুভ করছে এইদিকে, আমি তহ এক পিঠা উৎসবে গিয়ে অবাক, এতো বাঙ্গালি থাকে এই দিকে।
আপনিও চলে আসেন, জীবন অনেক স্লো এখানে, সবাই আস্তে ধিরে মুভ করে, অনেক সময় পাবেন লেখালখির।
ভালো থাকবেন।

সময় হলে এই গানটা শুনে দেখবেন, ভালো লাগবে আশা করি।
https://www.youtube.com/watch?v=NFcqnaJg4VE

৭| ০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৯

শেরজা তপন বলেছেন: চমৎকার ফটোগ্রাফি! কিন্তু সবই দেখি আপনার প্রতিবেশীর আপনার গুলা কই? :)

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমার গুলো সামনে আসবে, মাত্রই তোহ বাসা কিনলাম, গাছ লাগাচ্ছি, কিছু আগাছা কেটেও ফেলছি। এখন সময় আর সময়, অনেক ছবি পাবেন সামনে।
ভালো থাকবেন।

৮| ০৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। ভালো থাকুন সবসময়

০৭ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.