নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল সবুজে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে!

আমি পরাজিত যোদ্ধা

লাল আর সবুজের নিচে জন্ম আমার, থাকি লাল সাদা আর নীলে

আমি পরাজিত যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

২০২৩ সালের শেষ ভ্যাকেশন। ছবি ব্লগ।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

মেয়েদের স্কুল ছুটি, দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারলে ভালো হইতো, বাসা থেকে অফিস করতে করতে বিরক্ত আমি, বাসা থেকে বের হতেই হবে। কোথায় যাই, কোথায় যাই ভাবতে ভাবতে বের করলাম টেনেসি থেকে ঘুরে আসি। যা ভাবা তাই কাজ, বের করে ফেললাম একটা থাকার জায়গা। শুক্রবার হাফ অফিস করে বের হয়ে গেলাম, পরিচিত অনেকের মুখে শুনেছিলাম টেনেসি অনেক সুন্দর, তাই নিজের চোখে দেখতে বের হয়ে গেলাম। ডেসটিনেশন গ্যাটলিনবার্গ এবং গ্রেট স্মোকি মাউন্টেন।


১। নর্থ ক্যারোলাইনা আর টেনেসি এর ষ্টেট লাইন, পাহারের উপরে।

২। এই জায়গাটা এতোটাই সুন্দর আমি ক্যামেরা বের করতে ভুলে গেছিলাম।

৩। নিচে রাস্তা আর পাহারের চুড়ায় আমরা, অসাধারণ।

৪। পাহারের কোলে রাস্তা আর একটু পর পর ছোট থামার জায়গা। যেখান থেকে পাহার উপভোগ করতে পারবেন।

৫। আকাশ আর পাহারের মিলন।

৬। মেঘ আর পাহাড়।


৭। রাস্তার পাশে দিয়ে চলে গেছে এই নদী।

৮। শান্ত স্তব্ধ কিন্তু পানি বয়ে চলার শব্দ ছারা আর কিছুই নাই।

৯। এই ব্রিজ ক্রস করে পাহাড়ে হাইকিং করার রাস্তা।

১০। জঙ্গলের মাঝখানের রাস্তা।

১১। লোকালয়ের কাছাকাছি আসার পর দূর থেকে পাহাড় এর ডাক।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার। আমার ছবি ব্লগ ভীষণ ভাল লাগে।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: অনেক ছবি আছে, সময় করতে পারি না দেবার জন্য। সামনে দেব আশাকরি। ভালো থাকবেন।

২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫১

নয়ন বড়ুয়া বলেছেন: একেকটা ছবির ক্লিক জীবন্ত...
অসাধারণ...

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৪

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার ভাল লেগেছে শুনে ভালো লাগলো। শুভ কামনা। ভালো থাকবেন।

৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: আপনার পোস্টের মাধ্যমে বিদেশের অনেক কিছু জানতে ও দেখতে পারি।
আশাকরি এটা অব্যাহত রাখবেন।

আজকের পোস্টিও সুন্দর করে সাজিয়েছেন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আরও ডিটেইলস লিখতে পারলে ভালো লাগতো। কিন্তু সময়ের অনেক অভাব। সামনে লেখার চেষ্টা করব, ভালো থাকবেন, শুভ কামনা।

৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩০

জ্যাক স্মিথ বলেছেন: সুন্দর পোস্ট।

০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: ভালো থাকবেন।

৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

মিরোরডডল বলেছেন:




মেঘ আর পাহাড়ের বন্ধুত্ব সবসময়ই ভালো লাগে।
শেষের ছবিটাও মন কেড়ে নেয়া।
আমাকে মনে করিয়ে দেয় অনেককিছু যা ভুলে থাকতে চাই।


০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে, বাস্তবে জায়গাগুলো ছবির চেয়েও সুন্দর।

০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:১২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: একদম ঠিক বলেছেন, অনেক সুন্দর।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:৩৯

শায়মা বলেছেন: আমার কাছে সব সময় মনে হয় প্রকৃতির সৌন্দর্য্য চোখে যা দেখা যায় ক্যামেরার চোখে তা ধরা যায় না। :(

তারপরেও চোখে যা দেখতে পারিনি ক্যামেরার চোখে সেটা দেখানোর জন্য অনেক অনেক থ্যাংকস! :)

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার সাথে একমত শায়মা আপু, ভালো থাকবেন।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩

শেরজা তপন বলেছেন: পাহাড়ি নদীটার পাশে বসে থাকতে মন চাইছে ...

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আমি বেশ কিছুখন বসে ছিলাম, একটা কাপল এর অনেক গুলা ছবি তুলে দিলাম, ভালো লাগছিলো।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৭

প্রামানিক বলেছেন: পাহাড়ি চিত্রগুলি দেখতে বেশ মজার

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৮

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৭

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আপনি কি ছবি তোলা বন্ধ করে দিলেন নাকি?

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কি ছবি তোলা বন্ধ করে দিলেন নাকি?

অনেকদিন ছবি তুলি না। এমনকি ক্যামেরা হাতে নেই না প্রায় ৩/৪ বছর হয়ে গেছে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: আবার শুরু করেন, আপনার চোখে দেশকে যখন দেখি ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.