![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যেভাবে কল্যাণ কামনা করে, সেভাবেই অকল্যাণ কামনা করে। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়। সুরাঃ বনী ইসরাইল, আয়াতঃ ১১
শুরুর কথা
একটা বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসন পাস করার একটা ব্যাংকে একটা মোটামুটি চাকরি জুটে গিয়েছিল। ভালই যাচ্ছিল দিনকাল। কখনও বিদেশে থিতু হবার কথা চিন্তা করি নাই। ২০১৪ সাল কানাডা শেষবারের মত পেপারবেসড দরখাস্ত নিচ্ছে। হঠাৎ কি মনে হল ভাবলাম দেখিনা চেষ্টা করে। একটু ঘাঁটাঘাঁটি করলাম, দেখলাম ব্যাপারটা যত সহজ মনে করসিলাম ততটা সহজ না। এখন দেশীয় সনদ আর সরাসরি গ্রহণ করা হয় না, কানাডার ডিগ্রীর সাথে মূল্যায়ন করে নিতে হয় তাও আবার কানাডা সরকার নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে। IELTS স্কোরও ভাল হওয়া লাগে। যাইহোক ভাবলাম নিয়ত যখন করছি একবার চেষ্টা করতে দোষ কি। শুরু করলাম Education Credential Assessment (ECA) দিয়ে অর্থাৎ দেশীয় ডিগ্রীর কানাডীয় মূল্যায়ন। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় প্রত্যায়ন নিয়ে সনদ এবং মার্কসিট গুলো পাঠিয়ে দিলাম কানাডা সরকার নির্ধারিত প্রতিষ্ঠান World Education Service (WES), Toronto তে মূল্যায়নের জন্য। এই ফাঁকে IELTS এর জন্য বসলাম। ফলাফল আলহামদুলিল্লাহ ভালই হল। তারপর কি মনে করে নিজে আবেদন প্রসেস না করে প্রতারকের খপ্পরে পড়তে মন চাইল। বসে বসে ঘাঁটাঘাটি শুরু করলাম প্রতারকের লিস্ট ধরে। সবার বিজ্ঞাপনের কি বাহার, ওদের অফিসে গেলে মনে হয় কানাডাতে এক পা চলে গেছে শুধু একটু অপেক্ষা। যাইহোক অনেক প্রতারকের কাছেই ধর্না দিলাম কিন্তু তাদের আকাশচুম্বী প্রসেসিং চার্জ দাবীর কারণে ব্যর্থ মনোরথে ফিরে আসলাম বারবার। যদি ওইখানেই হাল ছেড়ে দিয়ে নিজেই প্রসেস করতাম তাহলেই ভাল হত। শেষবারের মত আমার বাসার কাছের এক প্রতারকের প্রতিষ্ঠানে গেলাম এবং ফাঁদে পড়লাম। তার মিষ্টি মিষ্টি কথা এবং অন্যান্য প্রতারকের তুলনায় কম চার্জ দেখে আগুপিছু কিছু না ভেবে তাকে আমার ফাইল প্রসেস করতে দিলাম। হায়! ঘুণাক্ষরেও যদি জানতাম যে আমার স্বপ্ন চুরমার হতে চলেছে তাহলে হয়ত অন্য কিছু হতে পারত। প্রতারকের প্রতারণার বিস্তারিত বিবরণে আর গেলাম না। কারণ তা শুধুশুধু বিরক্তি উৎপাদন করবে। শুধু এতটুকু বলি সেই প্রতারক নিজেকে কানাডার এক অভিবাসন উকিলের বাংলাদেশী এজেন্ট দাবী করেছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি সে ছিল এক মহাঠগ। এতে অবশ্য আমি নিজেও আমার দোষ এড়াতে পারি না। যা হবার তাই হল লাইসেন্সবিহীন এজেন্টের মাধ্যমে আবেদন প্রসেস করার ফলস্বরূপ আমার আবেদনটি আস্তাকুড়ে নিক্ষিপ্ত হল। আর ঐ এজেন্ট তার পাতিতাড়ি গুঁটিয়ে চলে গেল। তবে আমার ২০১৪ তে আমার স্বপ্নের অপমৃত্যু হলেও আমি অবশ্য শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কানাডার টিকেট পেয়েছি এই বছর। এবার আর কোন প্রতারকের মাধ্যমে নয় আমার আবেদন আমি নিজেই প্রসেস করছি এবং আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি।
২| ১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ যখন রহমত করছে শুধু কানাডা কেন, মংগল গ্রহেও চেষ্টা করে দেখতে পারেন!
৩| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪
সিগন্যাস বলেছেন: ওহ আফসুস।তবে একটা কথা ঠিকই বলেছেন এইসব মহাপ্রতারকরা এমনভাবে কথা বলবে যে মনে হবে কানাডায় এক পা অলরেডি চলে গেছে।আমার আপু যখন জার্মানির জন্য এপ্লাই করছিলো তখন এমন অনেক কিছুই দেখেছি।ভাগ্যভালো তখন এইসব দালালদের পাত্তা দেইনি।
৪| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ও সকলকে ঈদুল ফিতর্ এর শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:১২
ফেরদাউস আল আমিন বলেছেন: বেস্ট অফ লাক ইন ক্যনাডা