নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ : জাতীয় নাগরিক পার্টি (NCP)

৩১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮



খিচুড়ি

হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না),
হয়ে গেল “হাঁসজারু” কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে—“বাহবা কি ফুর্তি!
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।”
টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা—
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা?
ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি,
চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি!
জিরাফের সাধ নাই মাঠে–ঘাটে ঘুরিতে,
ফড়িঙের ঢং ধরি’ সেও চায় উড়িতে।
গরু বলে, “আমারেও ধরিল কি ও রোগে?
মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?”
হাতিমির দশা দেখ—তিমি ভাবে জলে যাই,
হাতি বলে, “এই বেলা জঙ্গলে চল ভাই।”
সিংহের শিং নেই—এই তার বড় কষ্ট—
হরিণের সাথে মিলে শিং হল পষ্ট।

কবি: সুকুমার রায়
গ্রন্থ: আবোল তাবোল

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

কিরকুট বলেছেন: এরা প্রথম থেকেই হাসজারু ছিলো। আপনি বোঝেন নাই এটা আপনার ব্যর্থতা।

৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি সবসময় এক লাইন বেশি বুঝেন । :-B

২| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৩

সপ্তম৮৪ বলেছেন: এনসিপির কবি ভাণ্ডার কায়কাউস পুরস্কার প্রাপ্ত কবি সৈয়দ জামিল , কবি প্যালেস্টাইন ইসহাক এদের মত মুসলিম কবি বাদ দিয়ে ভারতীয় মালাউন কবির কবিতা আপনি এনসিপির জন্য উৎসর্গ করলেন। যাদের প্রধান রাজনীতিই কিনা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে।
আপনার প্রতি লানত

৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: কবি সৈয়দ জামিল বি লাইক: চ ছাড়া আমার চলেই না ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

মাথা পাগলা বলেছেন: এসব ব্যক্তিত্বরা ইউনুসের একান্ত আপনজন। এদেরকে জুলাই যোদ্ধা নাকি রাজাকার যোদ্ধা ডাকা হবে সেটা নিয়ে জনগণের মধ্যে ব্যাপক বিতর্ক চলছে।

৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

সৈয়দ কুতুব বলেছেন: যারা কানা ভারত লাভার তাদের কে মানুষ ভারতীয় রাজাকার বলছে ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

মাথা পাগলা বলেছেন: কোনো কারণ ছাড়াই আবার সেই ভারত-লীগ। রুটিনটা ঠিকই চলছে। =p~

৩১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়ে যান। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.