![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।
এসেছো নতুন, তবে হে স্বাগতম তোমায়
জীর্ণতা শীর্ণতা পেছনে ফেলে
ঝরিয়ে ম্লান মুখের বিষাদ্গ্রস্থতা।
এসেছো নতু্ন, তবে হে স্বাগতম তোমায়
স্বপ্নের বিলাসী ভোরের মতো
নতু্ন সূর্যোদয় হয়ে।
এসেছো নতু্ন,
তবে হে স্বাগতম তোমায়।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ ওমেরা।নতুন কে স্বাগত জানাতে কার্পণ্য করেননি,সেজন্য ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১৩
শাহানাজ সুলতানা বলেছেন: এসেছো নতুন, তবে হে স্বাগতম তোমায়
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: স্বপ্নের বিলাসী ভোরের মতো
নতু্ন সূর্যোদয় হয়ে।
এসেছি নতু্ন। .।.।.।.।দোয়া করবেন ।মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানিয়ে যাচ্ছি। এখানে আপনার বিচরণ আনন্দের হোক! স্বচ্ছন্দ, দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হোক!
০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ খাইরুল আহসান ভাই ,আপনার মতো একজন গুণী লেখকের আমাকে সুস্বাগতম জানানোটা আমার কাছে অনেক বড় ব্যাপার।দোয়া করবেন ,পাশে থাকবেন।
শুভ কামনা আর কৃতজ্ঞতা রইল।ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬
ওমেরা বলেছেন: এসেছো নতুন তবে হে স্বাগতম ব্লগে ,