নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

বৃত্তের বাইরে

২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩



তুমি বৃত্তের বাইরেই ছিলে
আমি কেন্দ্রে ঘুরে ঘুরে অস্থির
কদাকার হয়েছি অজান্তে।
সময়ের ক্ষত নিয়ে বুকে,
রাত্রির পাঁজরে ঠুকে মরেছি।
বিভ্রান্তির শত কোটি স্বপ্নে,
অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনেছি
মিথ্যে সান্নিধ্যে।

তুমি বৃত্তের বাইরেই ছিলে
আমি অনতিক্রম্য বৃত্তের ব্যসার্ধ মেপে,
ফিরে গেছি শূন্যতায়।
নিজেকে আমার ভেতরে আবিষ্কার করেও তুমি,.
বৃত্তের চৌহদ্দী রাঙাতে চাওনি।
জড়িয়েছিলে নিরঙ্কুশ আড়ষ্ট জড়তায়।
বক্রতায় নিজের সংকোচায়নে নিজেকে নিজে,
আরো সরিয়ে নিলাম।
ফলে ব্যসার্ধ ব্যাস হয়ে
দ্বিগুন হলো ব্যবধান।







পাদটিকাঃ কবিতাটি পরীক্ষার হলে বসে লেখা।ফানি মনে হতে পারে কিন্তু এটাই সত্যি।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

ফাহমিদা বারী বলেছেন: বাঃ! চমৎকার কবিতা!

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপা। উৎসাহ পেলাম।

শুভ কামনা।

২| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লিখছেন। পাঁজর বানান এইটা।

২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অশেষ ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র আপনাকে। প্লিজ সাথে থাকবেন।

শুভ কামনা রইলো।

৩| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল হয়েছে +++



২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপনার মন্তব্যে।
দোয়া করবেন, সাথে থাকবেন এই কামনা করছি।


শুভ কামনা। ভাল থাকবেন।

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা/ গল্প নিয়ে ব্লগ লিখতে থাকুন পাশেই আছি !!!




শুভ কামনা রইল ।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ভীষণ আপ্লুত হলাম।
ব্লগে চলার পথে পাথেয় হয়ে থাকবে।


ভাল থাকবেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পরীক্ষা কি গনিতের ছিলো? কবিতার গাঠনিক বৈশিষ্ঠে তেমনই মনে হচ্ছে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: না গনিতের নয়। পরীক্ষা ছিল ব্যাংকিং ডিপ্লোমার (ইন্টারন্যাশনাল ট্রেড)। প্রস্তুতি ছিল না তাই সময়টাকে কাজে লাগিয়েছি।


সময় করে কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।এভাবেই পাশে থাকবেন আশা করছি।
ভাল থাকবেন।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

অনিক_আহমেদ বলেছেন: পরীক্ষার হলে বসে এত সুন্দর কবিতা লিখে ফেললেন! ঘরে বসে লিখলে কি যে হত.......

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঘরে বসে লিখলে কি যে হত!

কি হতো?
বলেই ফেলেন না বস।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন পোষ্ট দেন !!!!

২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: হ্যা, দেব খুব শীঘ্রই নতুন পোষ্ট দেব।
অনেক ধন্যবাদ কবির ভাই, ভাল থাকবেন।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

কালীদাস বলেছেন: এই কবিতাটা বুচছি B-)) ছবিতে কোঅর্ডিনেটগুলা থাকায় খানিকটা সুবিধা হৈসে :D

২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কালীদাস ভাইয়া! আমি তো অবাক।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.