নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

তোমার আকাশে আবার চাঁদ উঠুক

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫



তৃণলতা,
তোমাকে প্রথম দেখেছিলাম কোন এক রোদেলা দুপুরে,
অস্থির পদচারীতায় ছিলে তুমি ভীষণ মুখরা।
ঘোর লাগা চোখে, যেন এক পূর্ণিমা চাঁদ,
খোলা চুলের উদ্দাম নৃত্য যেন এখনো লেগে আছে চোখে।
আমার সামনে দিয়ে তোমার বারবার যাওয়া আসা
রক্তের গতি বাড়িয়ে দিত। আমি অস্থির হয়ে
তোমার কাছে ছুটতে চাইতাম। কিন্তু দুরন্ত যৌবনের
সেই গতি বারবার থেমে যেত লোকলজ্জার ভয়ে,
পাছে কেউ আবার দেখে ফেলে।

তবু সময়ের চেরী তোমার হাতে ঠিকই তুলে দিয়েছিলাম,
চিরকুটে তোমায় একলাটি ডেকেছিলাম হিজলতলে।
তুমি আসনি। শ্রাবণের কালো মেঘে ছেয়ে যায় আকাশ,
ঘোর অমানিশা গ্রাস করে জলন্ত সূর্যের আলোয়,
অপেক্ষায় থাকি, তুমি আসবে, কিন্তু তোমার আর আসা হয়না।

আমার আবেগ তোমাকে ছুঁয়ে যাক বা না যাক,
তোমাকে তো জানতেই হতো ,কেউ একজন তোমাকে কিছু
বলতে চায়,কেউ একজন তোমাকে বলতে চায়,
“তৃণলতা, তোমাকে ভালবাসি ঠিক গোধুলীর রঙছটার মতো,
কাছে পেতে চাই, স্পর্শের সূতোয় গাঁথতে চাই, একবার
যদি দাও সাড়া।“
না তুমি আর সাড়া দাওনি। আমি ফিরে গেছি
বিষন্ন আষাঢ়ে হতাশার চাদর মুড়ি দিয়ে,
না বলা কষ্টে হাহাকার করেছি একাকী রাতদুপুর।
তবু অপেক্ষায় ছিলাম। তারপর হয়তো স্থিমিত সময়ের
কাঁধে চড়ে হেঁটেছি অন্যপথে,ভুলেছি বেখেয়ালে
বাস্তবতার নির্মমতায়।

শুনেছি তোমার ঘর হয়েছিলো, সংসারী হয়েছিলে,
অথচ সুখ হয়নি,ব্যর্থ মনোরথে ফিরে আসতে হলো তোমায়।
এমনটি চাইনি,কারো জন্যেই এমন কামনা করিনি কখনো
হয়তো তোমার চোখে এখন ঘোলাটে জল, ধুসর স্বপ্নগুলো সুদুর তল্লাটে।

আমি সেদিনের মতো আবারও অপেক্ষায় আছি,মুছে যাক তোমার
চোখের জল, কেটে যাক আঁধার, চাঁদোয়া রাত্রি এসে।
উদয়ের আলোয় উদ্ভাসিত হোক তোমার কালকের ভোর,
নতুন কোন স্বপ্নে তুমি স্বপ্নালু হও,
শিহরিত স্পর্শে সুখী হও অনাগত দিনে।

ছবিঃ ইন্টারনেট
০২/১১/২০১৭ (উত্তরা)


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
প্রথম ছবিটাতে দেখা গাছের নামটি জানা যাবে কি?

শুভেচ্ছা রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
অবশ্যই জানা যাবে।গাছটির নাম হিজল গাছ।

ভাল থাকুন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৮

ডঃ এম এ আলী বলেছেন: আমার ধারনাতেও এসেছিল গাছটি হিজল গাছ ।
তবে গাছটির ফাক দিয়ে দুরে
হ্যনয় এর 'হয়ান কিয়াম লেকে'র মাঝখানে থাকা টার্টল টাওয়ার
ভবনটির এর ছবি দেখা যাওয়ায় একটু কনফিউসড হয়েছিলাম ।
যাহোক ধন্যবাদ নিষ্চিত করার জন্য ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: এটি তাহলে আপনার পরিচিত জায়গা ।যাক ভাল লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।শুভ কামনা।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা ।সরল স্বীকারোক্তি । ভালোই হলো ।জটিল কবিতা বুঝতে কষ্ট হয় ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কবিতা পড়েছেন, উৎসাহ পেলাম।
দোয়া করবেন।
ভাল থাকুন।শুভ কামনা।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২১

মলাসইলমুইনা বলেছেন: নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা ।সরল স্বীকারোক্তি । ভালোই হলো ।জটিল কবিতা বুঝতে কষ্ট হয় । |আমি নূর-ই-হাফসার কথাই কপি করলাম |এটা আমারও কথা আপনার কবিতা সম্পর্কে |

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: একটা সময় অনেক জটিল কবিতা লিখতাম।এর থেকে বের হতে চাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ। কবিতা পড়েছেন, উৎসাহ পেলাম।
দোয়া করবেন।
ভাল থাকুন।শুভ কামনা।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা ভালো লাগলো জেনে ভাল লাগছে।
দোয়া করবেন, পাশে থাকবেন এটাই আশা করি।
ভাল থাকুন।শুভ কামনা।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
স্পর্শের সূতোয় গাঁথতে চাই, একবার
যদি দাও সাড়া।“


সুতোয় বাঁধিনি তারে বেঁধেছিনু প্ররাণে
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে !!!


কবিতা খুব সুন্দর হয়েছে+++

কবিতা একরাশ মুগ্ধতা রেখে গেলাম, ভাই ।

শুভ কামনা রইল ।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক খুশি হলাম ভাই। কেন জানি ভাই আপনার মন্তব্য পেলে মনটা ভরে যায়।
ভাল থাকুন ।আল্লাহর রহমত সবার উপর বর্ষিত হোক।
অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কবিতা ভালই হলো।

শুভ ব্লগিং।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
আমার আর আপনার নামে কিন্তু বেশ মিল আছে।
কবিতা পরেছেন জেনে খুশি হলাম।
ভাল থাকুন।

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

জাহিদ অনিক বলেছেন:


আকাশে চাঁদ উঠুক, তার আকাশেই উঠুক আর অন্যের আকাশেই উঠুক; চাঁদ উঠুক। কোন আকাশ যেন কালোমেঘে মেঘাছন্ন হয়ে না থাকে।

ভালো লাগা রইল কবিতায়।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কোন আকাশ যেন কালোমেঘে মেঘাছন্ন হয়ে না থাকে।
অসাধারণ প্রার্থনা,সুন্দর শুভ কামনা।

আপনি কবিতা পড়েছেন, ভাল লাগা রেখে গেছেন,এটা আমার পরম পাওয়া।
ভাল থাকবেন।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২

মাহের ইসলাম বলেছেন:
সুন্দর লিখেছেন।
তবে, কবিতার চেয়ে প্রথম ছবিটাই বেশি পছন্দ হয়েছে।
:)

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ মাহের ভাই।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.