নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

অনেক বছর পরে আবার যদি দেখা হয়

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০


গুনটানা ব্যস্ততার স্কার্ফে মোড়ানো জীবনের নাটকীয়তায়
যদি এক পা দু পা করে পিছনে ফিরে যাই,
যদি নিবিড় নিরবতায় কোন পদশব্দে আচমকা তাকাই,
ধুলো জমা আবেগে আবেগী হয়ে ভাসি মেঘের ভেলায়,
তবে জেনে রেখো,
সাওতালে মেঘে আবার আমি ভাসবো,
অক্ষরের কাঁটাতারে বন্দী রোমন্থনের পাল উড়িয়ে।

যদি আবার সাইরেন বাজিয়ে ছুটে চলে গতিহীন ট্রেন,
সেই সমান্তরাল পথে,
যেখানে হাত ধরে দুজন হেঁটেছি অনেক।
যে পথে কাগজের বুকে আঁকিবুঁকি করে,
ছুটেছি কথার খেয়ায়,
নাম না জানা গাছের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে
ছুড়ে মারা নিবিড় মায়ায়।
তবে জেনে রেখো,
স্মৃতির মঞ্চে তোমাকে আর একবার দাঁড়াতেই হবে।

যদি তাই হয়,
জমাট ধুলো সরিয়ে হয়তো তুমি আবার
ডাইরীর পাতা উল্টাবে, হয়তো না।
হয়তো বা চকিত মনে একবার ফিরে যাবে চৌদ্দ বছর আগে,
অথবা গদবাঁধা কবিতার এই পাতা গল্পটাকে
এক আলোক বর্ষ দূরে সরিয়ে হয়তো তুমি
স্বপ্ন আঁকবে চৌদ্দ বছর পরে তৃতীয় পদ্মা সেতুর রেলিং ধরে
দাঁড়িয়ে অবসর যাপনের,
অথবা আরও কত কি !

অথবা যদি তাই হয়,
কোন প্রশ্ন করবোনা তোমাকে,
না কোন কষ্টের রঙে মনকে রাঙাতেও দেবনা,
শুধু চেয়ে দেখবো,পড়ে নেবো চোখের ভাষা,
হয়তো তখনি কিছু বুঝবোনা,
কিন্তু ঠিকই অনুবাদ করে নেবো সময় করে।


ছবিঃ নেট
১৫/০৭/২০১৭ (উত্তরা)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

মুচি বলেছেন: ভালো লাগা রইল, শুভ কামনা থাকলো আবার দেখা হওয়ায়।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ জনাব আপনাকে।
সুন্দর শুভ কামনার জন্য আবারও ধন্যবাদ। আবার দেখা হওয়া না হওয়া অনিবার্য অনিশ্চয়তা।

ভাল থাকুন।শুভ কামনা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

রাতুল_শাহ বলেছেন: সাওতালে মেঘটা কি রকম?

আপনার কবিতায় তৃতীয় পদ্মা সেতুর আশা দেখলাম।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সাওতালে মেঘ বলতে পাহাড়ী মেঘ কে বুঝিয়েছি।

আর তৃতীয় পদ্মা সেতু ,কল্পনায় মানুষ তো অনেক দূরে যেতে পারে।আমার কবিতার কোন এক চরিত্র তেমনি কল্পনায় অনেক দূরের কোন ছবি এঁকেছে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।ভাল থাকুন।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।সুন্দর হয়েছে শুনে ভাল লাগছে।
কবিতা পড়ার জন্য আবারও ধন্যবাদ।ভাল থাকুন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
ভাল থাকুন।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
কবিতা পড়েছেন।ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
ভাল থাকুন।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব সুন্দর!

২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কঙ্কাবতী আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে+++




শুভ কামনা রইল, কবি ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কবির ভাই।

ভাল থাকুন।শুভ কামনা ও কৃতজ্ঞতা।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

আখেনাটেন বলেছেন: আপনার প্রথম কবিতা পড়লাম। কলকল-ছলছল তানে উপর থেকে নিচে নেমে আসলাম।

ভালো লেগেছে।

শুভকামনা।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আখেনাটেন ভাই।
কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা ও কৃতজ্ঞতা।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লাগলো কবিতার কথাগুলো । বিশেষ করে ৮ থেকে ১৬ নম্বর লাইন গুলো ।

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি
কবিতা চমৎকার লাগলো জেনে আপ্লুত হলাম।
শুভ কামনা ও কৃতজ্ঞতা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.