![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।
একটি হত্যা, একটি মৃত্যু,
নির্ভয় সময়ের টেবিলে গুম করা লাশ,
অস্ত্রের নিপাট ঝংকারে,
অথৈ কিংবা নির্ঘুম রাত।
একটি মৃত্যু এবং
কষ্টের স্রোতে অগনিত চোখে জল,
বন্ধন হারা ক্রন্দনে
ভেজা ভেজা চোখে মরীচিকা ছল।
এক একটি মৃত্যু আজ
সহস্র মৃত্যুর সমান।
লাশবাহী গাড়ীর চাকায় চড়ে,
কফিনে কফিনে নিরাপত্তার প্রমান।
হয়তো এভাবে,
অগনিত মৃত্যুর পরোয়ানা জারি হবে,
হয়তো জানতেও পারবো না
তুমি কিংবা আমি কোথায় কে কবে?
হায়! সময়ের কাঁধ, নির্বিকার সমাজ,
কচুরিপানায় ঢাকা কিংবা লাশঘরে চটে মোড়ানো লাশের মত,
তুমিও কি বেওয়ারিশ?
গুম ভবিষ্যতের ইতিহাস-শাহদীন মালিক(দৈনিক প্রথম আলো,১লা জানুয়ারী ২০১৮)
ছবিঃ নিজ
০৮/০৩/২০১০ (উত্তরা)
আমার ব্লগে প্রকাশিত(আংশিক সম্পাদিত)
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
শুভ কামনা আর কৃতজ্ঞতা রইল।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
শাহরিয়ার কবীর বলেছেন: কারো গুম হওয়াটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা।
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শুধু দুঃখজনকই নয় বরং খুবই ভয়ানক একটি ব্যপার।
ধন্যবাদ কবীর ভাই।
শুভ কামনা আর কৃতজ্ঞতা রইল।
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৪
আবু তালেব শেখ বলেছেন: কবিতার মাঝে বাস্তবতা।
সুন্দর হয়েছে
১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আবু তালেব ভাই।
কবিতা পড়েছেন জেনে খুশি হলাম।
শুভ কামনা আর কৃতজ্ঞতা রইল।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গুম হওয়া কেউ কেউ ফিরে এসে একেবারেই মুখ খোলেন নাই। অথবা গুমের ব্যাপারটা এড়িয়ে গেছেন।
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিক তাই।হয়তো আতংকটা এখনো কাঁটিয়ে উঠতে পারেনি।
আমরা আশা রাখতে চাই,কেউ যেন এভাবে আর গুম না হয়,কিংবা হারিয়ে না যায়।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি জুলিয়ান সিদ্দিকী ভাই।
ভাল থাকুন।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অভিশপ্ত প্রক্রিয়া শুরু হয়েছে, যার নাম গুম। যেসব পরিবারের সদস্যরা এর শিকার হয়েছেন, কেবলমাত্র তারাই অনুধাবন করতে পারেন এ অভিশাপের গভীর মর্মবেদনা।
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: যথার্থই বলেছেন শ্রদ্ধেয়।খুব শীঘ্রই এই অভিশাপ থেকে আমরা বেরিয়ে আসবো, এই কামনা করছি।
ধন্যবাদ আপনাকে।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।