নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

নারী

৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫


বিদঘুটে অন্ধকারে রোশনাই জ্বলে চাঁদের ,
যেন এক চিলতে আলোয়, কাজলা চোখে
অবাক করা সম্মোহনী চাওয়া।
হাওয়ায় হাওয়ায় এলো চুলে,
বাম পাঁজরে সুর তোলে,
হয় তুমি বিহঙ্গিনী সুনয়না
না হয় তুমি রক্তঢালা পীচপাথুরে
অর্থহীনা।
লজ্জা রাঙা লাজ কবিতার লজ্জা রঙে,
নীল যে তোমার ঠোটে,
মুক্তা ঝরে অলস দুপুর সন্ধ্যা শেষে।
অগ্নি লাভা ঠোটের কোণে,
বাঁকা হাসি স্বপ্ন বুনে,
হয় তুমি প্রজাপতি মেঘডানায় সুহাসিনী সুকন্যা
না হয় তুমি সীসাঢালা কাঁটাতারে
বীরাঙ্গনা ।
তোমার হাতে হাত রাখা হাত
আকাশ ভাঙ্গা বজ্রনিনাদ,
রাজমুকুটের পালক ছেড়া ক্ষতে।
তোমার হাতেই রক্ত ঝরে
আলতো ছোঁয়ায় বৃষ্টি ঝরে।
হয় তুমি বিষের বাঁশী সেবা দাসী
না হয় তুমি নীল ঢালা রাত জঠরে
কলঙ্কিনী।
হৃদয় অরণ্যে পাতা ঝরার অস্থির শব্দে
স্নেহের আধিক্যে কেঁদে উঠে পানকৌড়ির আসক্ত মন
অবাক সুর্যোদয়ে নতুন কুড়ির ক্রমশ অঙ্কুরণ।
হয় তুমি রত্নগর্ভা মায়ামতি মা
না হয় তুমি যোগ বিয়োগের কাব্য হাতে
বৃদ্ধাশ্রমী মা।


২৩/১০/২০১৭ (উত্তরা)

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

শাহিন-৯৯ বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ দাদা ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কবিতা ভালো লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ কাফি ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

নূর-ই-হাফসা বলেছেন: দারুন কবিতা । বেশ ভালো লাগলো

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আপু।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪২

চাঁদগাজী বলেছেন:


কথায় কথা বাড়ে, অনুমানে মাথা ঘুরে; আপনি চোখের সামনে নারীকে দেখছেন, যা প্রকৃতির এক বিস্ময়

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সত্যিই এক বিস্ময় ।ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ লিখেছেন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতার হাত আছে বলতে হয়।
ভালো লাগলো। চালিয়ে যান।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ বরকতউল্লাহ ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী,...



কবিতা খুব সুন্দর হয়েছে ভাই।


শুভ কামনা রইল ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
কৃতজ্ঞতা আর শুভেচ্ছা রইল।
ভাল থাকুন ভাই।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

শায়মা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া! :)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ আপু।শুভ কামনা নিরন্তর।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

নীল আকাশ বলেছেন: আপনি যে ছবিটা দিয়েছেন সেটাতে একটা কথা দেয়া আছে। কথাটার কি কোন সনদ বা সূত্র আছে?
আমি আসলে জানতে চাচ্ছি, কেউ যদি বলে এটা মিথ্যা কথা, তখন আপনি কিভাবে এটা প্রমান করবেন ঠিক আছে?
এটা কি ফেসবুক থেকে কপি করা ইমেজ? বেশিরভাগ এই সব ইমেজের কোন সূত্র থেকে না...............
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.