নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

রমণী

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯


তুমি শিশিরের মতো আলতো ছোঁয়ায়
লেপ্টে থাকো আঙুলের ডগায়।
নরম ঘাসে ঘাস ফড়িং হয়ে ,
জড়িয়ে থাকো ঘাসফুলে ।
রাত কাটে তোমার উষ্ণ বুকের ওমে,
ঘন নিশ্বাসের শব্দ বুনে।
ঘুম ভাঙাও প্রজাপতি ভোরে,
দূর মিনারে মুয়াজ্জিনের আযানের সুরে।

তুমি ঘরণী,
দিশাহীন পথে আঁক প্রেম আলপনা,
তাঁর ছেঁড়া জীবনে আনো আবীর ছড়ানো সুখ।
আঁধার দিনে রাঙাও ভুবন,দেখি হাসি মুখ।

মনে আছে তোমার ,প্রেমের খামে রঙিন
সেই দিনগুলির কথা?
হিম হিম বাতাসে শীতের তীব্রতা ছিল হিমাংকের কাছাকাছি,
শীতার্ত জনপদে সেদিন শীতের প্রকোপে নতজানু বৃদ্ধ বৃদ্ধাকে
শীত চাদরে আবৃত করে ফিস ফিস করে আমায় বলেছিলে,
“তুমি আমার আকাশ।
তুমি পেজা তুলোর মতো মেঘ ভাসা নীল নীলাকাশ।
অথবা তির তির করে কাঁপা শান্ত ঝিলের বুক চিরে জেগে উঠা ঘাস।“
সত্যি সত্যি আমি তোমার আকাশ হয়ে উঠতে পেরেছি কিনা জানিনা
কিন্তু তুমি, তুমি আমার ঘেমে ঘেমে নেয়ে যাওয়া বুকে ,
মাথা গুজে সুখ পাওয়া সুখী একজন।
তুমি আদরে আদরে পল্লবিত সবুজের স্পর্শের শব্দ সুভাষ।
শূন্য শূন্য জীবনের তুমিহীনা শূন্যতার ভবিতব্য পরিহাস।
তুমি শাসনের শেকড়ে মূলোৎপাটিত অনিয়মের ব্যকরণ।
তুমি রাগের রুক্ষতায় রাগিণী হয়ে বাজো ,
চৌচির কাঁচটায় আহ্লাদে আহত সময়।
তুমি অভিমানী ঝিনুকের মতো ঘর ছাড়া ঘরণী হয়ে আমাকে
পর করে দেবার ভয় দেখাও, অতল সমুদ্রের বিন্দু বিন্দু ভালবাসা
রেখে দিয়ে হৃদয় সিন্ধুতে।

মনে আছে তোমার? স্মৃতি সৌধে বেড়াতে গিয়ে সেবার তুমি বলেছিলে
“এ দেশটাই আমার রক্তজবা ঘর, আর আমি ঘরণী, রমণী,
পিয়াসে প্রলুব্দ নারী এক ,শুধুই তোমার।“
শুনে তুমি মুচকি হেসে আমার চুলে বিলি কাটো,
পাথুরে দুঃখটাকে পাশ কাঁটিয়ে হাত ধরে আমার,
টেনে নিয়ে যাও মীমাংসিত সুখের কাছে।

(উৎসর্গঃআমার প্রিয়তমা স্ত্রী সুমাইয়াকে)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০২

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা।
আপনার স্ত্রীর প্রতি ভালবাসা দেখে মুগ্ধ হলাম।
সুমাইয়া ম্যাডামকেও শুভেচ্ছা।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জনাব কাওসার ভাই।
শুভেচ্ছা পৌছে দিলাম।
ভাল থাকবেন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৩

জাহিদ অনিক বলেছেন:



কবিতাটা পড়ার পরে উতসর্গটা দেখে কিছুক্ষণ চুপ করে রইলাম !!
আপনারা আজীবন সুখী থাকুন এইভাবে হংসমেথুন হয়েই।
এক রাশ শুভেচ্ছা

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক ভাই।অনেক দিনপর এলাম আর অনেক দিন পর আপনাকে পেলাম।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি ভাল লেগেছে। উৎসর্গ যার জন্য তারজন্য রইল শুভকামনা। তাকে নিয়ে আপনার কাব্য চর্চা হউক সমুদ্র সম।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল আপনার জন্যও।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: স্ত্রীকে নিয়ে কবিরা কম কবিতা লিখেন।
কবিতা বেশি লিখেন প্রেমিকাদের নিয়ে।
আপনাকে ধন্যবাদ সুন্দর কবিতা লিখেছেন।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৩৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিকই বলেছেন রাজীব ভাই।অনেক অনেক ধন্যবাদ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

ইমরান আল হাদী বলেছেন: আপনাদের দু'জন কে শুভেচ্ছা, ভালো থাকবেন অবিরাম ।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল আপনার জন্যও।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কি অসাধারণ ছবি, কবিতার সাথে ছবিটা দুর্দান্ত।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

আল আমিন সেতু বলেছেন: সুন্দর ,ঝরঝরে। উভয়ের জন্য শুভকামনা।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল আপনার জন্যও।

৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক ভালো হয়েছে।



ভাবীর জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।।

০৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবীর ভাই ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল আপনার জন্যও।

ভাল থাকবেন।

৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ! দারুণ হয়েছে!

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ।কৃতজ্ঞতা আর শুভ কামনা রইল আপনার জন্য।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.