![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।
সময়ের মানসে তোমাকে গড়েছি,
তিল তিল করে তিলোত্তমা তোমায় এঁকেছি চৌকাঠে।
বৃষ্টিতে ভিজে সারাদিন কাকভেজা রোদ্দুর হবো, তাই সময়ের গুন টেনে
দাড়িয়েছিলাম প্রতীক্ষার শায়রে, তুমি আসোনি।
অথচ আবেগের আকাশে ফোটা বৃষ্টির মেঘদল বাসা বেঁধেছিল।
হয়তো ভালই বাসোনি।
তোমাকে দেব বলে পকেটে জোনাক নিয়ে
অপেক্ষায় থেকেছি অনেক পূর্ণিমা,
রাত ভোর হয়ে গেছে তবু দিতে পারিনি
অথচ ভাঁজ করা রুমাল, বুক পকেটের সেই চিরকুট,
কিংবা ডাইরীর ফাল্গুনের পাতা জুড়ে লেখা কবিতায় নিশ্চুপ ভ্যালেন্টাইন
আমাকে স্বপ্নের চৌহদ্দি পেরুতে বলত।
আমি পেরিয়েছি,হেঁটেছি অনেকটা পথ,
তারপর আচমকা তোমার হৃদয় জানালায়
আর কারো কড়া নাড়ার শব্দে থমকে দাঁড়াই।
দেখি অন্য কারো হাতে রাখা তোমার হাত।
এ লজ্জা হয়তো তোমার কাছে মরিচীকা বিভ্রম না হয় শিশির কান্না!
মনটাকে তোমার সরিষার মতো ছড়িয়ে দিতে
হয়তো লাজে লাগে না!
অথচ ক্যাকটাস কল্পনায়, অনুরাগ অনুযোগে,
ভাবতেই আমার শিহরণ জাগে।
লজ্জায় ঘৃণায় মাথা নিচু হয়ে যায়।
তোমার লজ্জা শুধু আমাকে পোড়ায়,
অথচ তোমার মতো অসংখ্য তুমি যখন
চুলখোলা বেসামাল হারিয়ে যাও নীলপদ্ম,নীল আকাশ, নীল নীল নীলাচলে,
তখন আমরা পুড়ি,শাসনের দৈন্যতায়,
ব্যর্থতার গ্লানিতে কিংকর্তব্যবিমূঢ় অস্থিরতায়।
তুমিতো এক তুমি শুধু,
তোমার এ লজ্জা শুধু তোমার নয়,
এ লজ্জাও আমার , আমাদের।
লজ্জাবতী লতার মতো ছুঁয়ে দিয়ে যাও,
দ্যাখো, নিজেকে গুটিয়ে নেবো,
তবু যদি তোমাদের লাজে লাগে।
২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৮
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মানুষরূপী এক জানোয়ার মাদ্রাসার সভাপতি হতে না পেরে, প্রতিশোধ পরায়ণ হয়ে কোন এক মাদ্রাসা শিক্ষকের মাথায় মল ঢেলে দেয়, সেই জানোয়ারকে ধিক্কার জানাতেই সেটি কবিতায় তুলে এনেছি ।
কবিতা যদি প্রতিবাদী না হয়,
কবিতা যদি মনে দায়বদ্ধতার জন্ম না দেয়,তবে আপনি কবিতা লিখবেন কেন?প্রশ্ন আপনার কাছে।
ধন্যবাদ।
২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭
সনেট কবি বলেছেন: নিউজটা আমিও দেখেছি। মানুষ যেন বিবেকহীন হচ্ছে।
২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ সনেট কবি।শুভ কামনা আপনার জন্য।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।ভাল থাকবেন।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪
বিজন রয় বলেছেন: কবিতার বক্তব্য বুঝতে পেরেছি।
++++
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনাকে ধন্যবাদ কবিতার বক্তব্য বুঝতে পারার জন্য।
ভাল থাকবেন।
৫| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিবাদী কবিতা।
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
ভাল থাকবেন।
৬| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভালো লাগলো !!
২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ধন্যবাদ কবীর ভাই।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
মানুষের মাথায় মানুষের মল ঢালার মত বাক্য কিভাবে কবিতায় আসে?