নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেটুকু সত্যি,তাতে কোন মিথ্যে নেই । বাকীটুকু কল্পনাই হোক,হয়তো তাতে কোন ক্ষতি নেই। কারন সত্য ও স্বপ্নের পিঠে চড়েই খুজেঁ পাই জীবনের আবাহন।

মাইনুল ইসলাম আলিফ

লিখতে ভালোবাসি, অন্যের লেখা পড়তেও।নৈরাশ্যে চরম অনীহা।দৃঢ়ভাবে বিশ্বাস করি একমাত্র আল্লাহ থেকেই হয় সকল কিছুর সমাধান।

মাইনুল ইসলাম আলিফ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে এসে তোমাকে বলে যাই

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

হুতোম পেঁচার ডাকে ঘুম ভেঙ্গে গেলে সেদিন,
ভয়ে অস্থির হয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিলে,
“সাকি আমাকে ছেড়ে যেওনা”

আমি দীর্ঘশ্বাস ছেড়ে, কবরের আঁধারকে কল্পনা করে বলেছিলাম ,
“একদিন তো যেতেই হবে ,
হয় তোমাকে একা করে আমি, না হয় আমাকে একা করে তুমি”
ছেড়ে যাওয়া,কান্নার রঙে আকা কষ্টের সুনিপুন অনুবাদ।

হাত ধরে হাঁটা চৈতালি রোদে স্পর্শের ফাগুন এনে
কানে কানে বলেছিলে" তুমি ছাড়া জীবন আমার আঁধার শ্রাবণ"
জানিনা কতটা আঁধার হলে জীবনে আসে শ্রাবনের বৃষ্টি প্রলেপ।
জানিনা জীবনে কতটা পাপের প্রায়শ্চিত্তে রঙধনু মুছে বর্ণহীন রাত্রি আনে।
কতটা কষ্টের বারিধারা নির্মোহ আনন্দে হৃদয়ের গলিতে আঘাত হানে।

জীবনের চৌকাঠে দুঃখের ঢালি বয়ে চলে সময়ের চোরা স্রোতে,
তাই বলে সুখ শায়রের প্রমত্ত প্রত্যাশায় থেমে থাকেনা জীবনের কোলাহল,
অস্থির আঁধারে তবু, এক কাঠি জোনাক জ্বলে হতাশার বেলকনি জুড়ে।

আমি তো হারিয়েই গেছি,এক নদী পূর্ণতা দিয়ে গেলাম,
কোন এক অবসরে এক রাত্রি আঁধার সরিয়ে নিও
কষ্টের নিয়ন থেকে বেলীর সুভাষে।
বন্ধুর পথে খরতার বৃষ্টি থেকে পরম প্রবাসে।

কবর গহীনে অনন্ত আঁধার, তাই স্বপ্নলোকে তোমাকে জানাই,
এসো মসৃণ পথে, হৃদয়ের মিনার তৃপ্ত করো জ্ঞানের সুধায়।
আলোকিত হও,আলোকিত করো কোরআনের আলোয়,
যে আলোর আলোক আভায় দূর হবে কবর গহীনের অনন্ত আঁধার।


উত্তরা
২৭/০৮/২০১৮
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৬

বলেছেন: দারুণ একটা কবিতায় জীবনের চরম সত্য তুলে ধরা।


+++

ভালোলাগা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

রাজীব নুর বলেছেন: আহা---
অত্যন্ত মনোমুগ্ধকর।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।
ভাল থাকবেন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের স্তবকে যে আহবান জানিয়েছেন, সেজন্য ধন্যবাদ।
ছেড়ে যাওয়া, কান্নার রঙে আঁকা কষ্টের সুনিপুন অনুবাদ - খুব সুন্দর বলেছেন কথাটা।
কবিতায় প্রথম প্লাসটা দিয়ে গেলাম। + +

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জনাব খায়রুল আহসান ভাই।
ভাল থাকবেন কবি।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনন্য।।শুভকামনা।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন কবি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়; আর এই জন্য আলোকিত হও, আলোকিত কর কুরআনের আলোয়। অসাধারণ ভাই, মুগ্ধতা।।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.