![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
ভ্রম্মান্ডের চ্যাম্পিয়নের দেশে
সুন্দরী গাছ ফিক করে হেসে লজ্জায় মুখ লুকায়।
বনের বাঘ আর মহিষ এক ঘাটে দু’পেগ মেরে
পশুরের পাড়ে গা এলাইয়া বকে-
কানা চোদার দেশে চোরেও আইজকাল-
শালিশের মাথা। ওদিকে-
শান্তির দ্যুতি ছড়ানোয় ব্যস্ত পশ্চিম পাড়ার
ব্যারাকে থাকা বাবাওমা। মইধ্যখানে শয়তান খুঁজে মরে
পবিত্র জনে এমন পবিত্র রাতে; তবু দেখেনা তারা শয়তান
খাম্বায় না, এ জগতেই থাকে।
(২৪ সেপ্টেম্বর ২০১৫, পল্টন, পরিবাগ)
©somewhere in net ltd.