![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
বায়ান্ন তাস নিয়ে বসে আছে বাজিকর যে ঘরে-
সে ঘরে যাই না বহুদিন। জহির, সত্যজিৎ, হেমন্ত,
অর্ণব অথবা ছফা; সব পাঠ চুকে গেছে কেটে গেছে
অনেক রাত। কথার খই ফোটায় না আর সাইদ,
মিন্টু, ধানমন্ডি সাত; তাই অ-কবিতা লেখা হচ্ছে দিনরাতে
নায়িকার ফাঁক-ফোঁকরে। এসবের ভিড়ে কেতাদুরস্ত যুবক বেমালুম
ভুলতে বসেছে সেই চিঠিটার কথা। যার শেষে লাইনে লিখতে হবে-
“শীত আসিতেছে, একখানা চাদর পাওনা ছিলাম;
আজো বুঝিয়া পাইলাম না”।
(২৮ অক্টোবর ২০১৫; পল্টন, কারওয়ান বাজার)
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
পথেরদাবী বলেছেন: ধন্যবাদ......
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৩
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লেগেছে| আপনার কবিতা বেশ অন্যরকম| স্লোগানের মত মনে হয়