![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
কথা ছিলো ঘুম পাড়াবো
সমুদ্রটা ঘুমিয়ে গেলে।
কথা ছিলো রোদ পোহাবো
মেঘ পাখিটা পালিয়ে গেলে।
এখনো কি বাসে ঝুলো
হরেক রকম বয়না করো?
এই এখানে এই সেখানে
ইচ্ছে মতোন গাইতে পারো?
বৈশাখে কি দেখা হবে
সেই শাড়িতে, যেই গানে-তে
যেমন তুমি সেজেছিলে,
মজেছিলে খুব প্রেমেতে।
চন্দ্রবর্ষা আসলো গেলো
মাঝে গেলো বছর দুইও।
চিঠির পরে চিঠি পাঠাই
উত্তর নাই, নাইবা দিলে।
আমি বরং সাঁতার কাটি
তোমার চোখের ছোট্ট বিলে।
(১৯ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
বিজন রয় বলেছেন: ভাল লাগল কবিতা।
++++
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
জ্যোস্নার ফুল বলেছেন: সেই ভাবনা, সেই কথা সেই ছন্দ।
এত্তগুলা ভাল্লাগছে
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগছে। ছন্দময় কবিতা সবসময় ভালো লাগে।
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮
জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার কবিতা। ভাল না লেগে উপায় আছে!
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
রানার ব্লগ বলেছেন: উত্তর নাই, নাইবা দিলে।
আমি বরং সাঁতার কাটি
তোমার চোখের ছোট্ট বিলে।