![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
হ্যালোজেনের শহরে এলইডি এলে
আলোয় আলোয় আলোয় পরিপূর্ণ রাজপথ।
তবু হারালাম, নাম নেই বলে।
দক্ষিণ আকাশে খেলতে থাকা
কবুতরের ডানারা সব যদি নিভিয়ে দিতো
জ্বলতে থাকা বিষাদের লেলিহান শিখা,
ফিরিয়ে দিতো শৈশবের বাপ-বেটার ঈদের মেলা ।
তবে আমি সত্যিই ঘুমাতাম, বাবার কোলে।
এদিকে আমার না-ঘুমের বয়স বাড়ে
ওদিকে বাবার চুলে আরো চুন পড়ে,
সাদা হয় আরো সাদা।
ক্লান্তিতে সিঁড়ি ভাঙে,
বয়স বাড়ে
বয়স বাড়ে
বাবার শুধু বয়স বাড়ে-
পেছনে ফেলে রেখে হাজার বছর।
হয়তো-
মায়ের শাড়িও একদিন ভাসিয়ে দিবে ক্লান্তির সেই চুনের নহর।
আমি এবার ঘুমাবোই....
(০২ মার্চ ২০১৬, পল্টন)
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৫০
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা
৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমার অসাধারণ লেগেছে।
+ সাথে মুগ্ধতা।
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
বিজন রয় বলেছেন: সময় চলে যায় তাই বয়স বাড়ে।
++++
৫| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২০
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৩৭
মাসুদ মাহামুদ বলেছেন: ভাল থাকবেন।
শুভ রাত্রী