![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
কবির বিপন্ন বিষ্ময়ের খোঁজে আমি
লাশ কাটাঘরে ঢুকলাম। ঢুকে দেখি-
মর্গের এক কোনে শুয়ে আছে
আমারই স্বদেশ।
(০৮ মে ২০১৫, পল্টন)
তুমি যদি তসলিমা নাসরিন হইতা,
তাইলে আমি রুদ্র হওয়ার ট্রাই মারতাম।
তুমিতো এমন কিছু না, র'পাবলিক...
আমি আর চেয়ারম্যান চাচায়
একই বারে মদ খাই। কেউ কাউরে দেহি না।
আবার সবাই সবাইরে দেহি।...
আমি পাঠাই প্রেমিকারে এসএমএস
আর রিপ্লাই দেয় গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকার ।
আমার প্রেমিকা উদারপন্থী-
কাউরে বেখোশ রাখে না।
তাই একটু দেরি হয়
রিপ্লাই আসতে;
তাই বলে তুই কে?
স্বৈরাচারের সাথে কি আর প্রেম হয়রে
পাঠা? জানিস না...
এই শোনো-
আমার দেশে আল-কায়দা আসছে।
তাই আর কায়দা করে
বলবো কিনা সেই কথাটি-
বারেবারে এটাই শুধু ভাবছি।
এখানে এখন বৈশাখ মাস-
চরম গরম, নরম তোমার হাত
আমি ছুঁতে চাই; শীতল হবো বলে।
কিন্তু যদি ওরা কল্লা...
চন্দ্র বিলাসে যাবে তুমি?
তবে চন্দ্র বিলাসে যাও।
সাথে দেখে আসো নিভু নিভু সুখতারা
সে আজ বড্ড দিশেহারা
এই পূর্নিমার রাতে।
তুমি ছাড়া আর কেউ দেখবে না
তাকে। খসে পড়ে আছে গ্রীষ্মের
ঘাসের ফাঁকে জোনাকির বেশে
হালকা আলো...
যখন সবাই-
এইখানে এই ভুমে
ভিষণ কপচায় ‘মানুষ না শিল্প আগে’,...
যখন গণতন্ত্রের সু-বাতাশ বইছে এইভূমে-
সব কিছু যখন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠ-
তখন নগরের বাসিন্দা নাগরিকগণ
সাম্যবাদ নির্মান করে চলেছেন উচ্ছাস ভরে।
অর্থাৎ, নির্লিপ্ততার সাম্যবাদ। সকলেই সাম্যে বিশ্বাসী-
নীরবতায়, প্রতিবাদহীনতায়, প্রতিরোধহীনতায়।
নির্লিপ্ততার মেদ শরীরের...
একটা শালিক রাঙা ঠোঁট নিয়ে
পাতাবাহার গাছে। উড়াল দিলে ধুসর পালকে
লুকিয়ে থাকা সাদা রঙ দেখা যায়।...
সভ্যতার ক্ষমতা পরিমানতীত।
এক নিমিষে আমাদের চাপা দিয়ে
শেষ করে দেয়। কারো সাধ্য নেই...
রাইত তখন একটা কি দুইটা।
কয়েকজন যুবক অন্ধকার গলিতে
কুরবানির হাটের গরুর মতোন সাজানো
ঠেলা গাড়িতে গা এলায়্যা দেয়,
আকেশের দিকে তাকায়, ফিল নেয়।
একজন গল্প বলে, বাকিরা গল্পের তালে তালে
তারাদের নিয়ে কাটাকাটি...
শহরের পাখি কাক আর চড়ুই।
চিল ওড়ে মাঝে মাঝে,
শকুন দেখা যায় কালে ভাদ্রে-
মানুষ মরলে।
আমার মাথার উপর শকুন ওড়ে।
(২৬ এপ্রিল ২০১৫, পল্টন)
তোমাদের আমন্ত্রন
সমুদ্র পাড়ে পড়ে থাকা একটা
নিঃস্বঙ্গ পাথরের অপ্রকাশিত গল্পের আসরে।
যে কিনা ঢেউ আসবে বলে বসে আছে
সহস্র বছর। আর তাকে ঘিরে বোবা হাওয়াদের
ঘটছে অনবরত বিষ্ফোরণ। এটি একটি
ছোট গল্প হতে পারে-
হতে পারে...
১.
আমাদের এইখানে-
এই মাতৃভুমে কেউ কেউ বিপ্লব বিপ্লব খেলে।...
©somewhere in net ltd.