| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পার্টা আর ট্রয়ের মধ্যে যুদ্ধের অবসান
ঘটিয়ে সন্ধি করতে স্পার্টা যায় ট্রয়ের দুই রাজপুত্র
হেকটর আর প্যারিস। সেখানে সুদর্শন প্যারিসের
সাথে পরিচয় হয় রানী হেলেনের, পরিচয় রূপ নেয়
প্রণয়ে।স্পার্টা থেকে চলে আসার আগের
রাতে প্যারিস- হেলেনের কথোপকথন
প্যারিসঃ হেলেনকে একটা মুক্তোর মালা দিয়ে,
এটা প্রপোনটাস সাগরের মুক্তো দিয়ে তৈরি।
হেলেনঃ খুব সুন্দর, কিন্তু এটা আমি পড়তে পারব না।
মেনেলাউস (হেলেনের স্বামী, স্পার্টার রাজা)
আমাদের দুইজনকেই মেরে ফেলবে।
প্যারিসঃ ওকে ভয় পাওয়ার কিছু নাই।
হেলেনঃআমি মৃত্যুকে ভয় পাচ্ছি না! আমি ভয়
পাচ্ছি কালকে। ভয় পাচ্ছি তুমি আর স্পার্টায়
আসবে না জেনেও কালকে তোমাকে সাগরে পাল
উড়াতে দেখব কিভাবে। তুমি আসার আগে আমার কোন
অস্তিত্বই ছিল না। আমি হাটতাম, গাইতাম, খেতাম,
সাঁতার কাটতাম কিন্তু আমার কোন অস্তিত্বই ছিল না।
প্যারিসঃকালকে ভয় পাওয়ার কিছু নেই। আমার
সাথে চল।
হেলেনঃ এভাবে বল না, প্লিজ।
প্যারিসঃ শোন, যদি তুমি আস, তাহলে আমরা কখনোই
আর নিরাপদ থাকতে পারব না। এখানকার সবাই
আমাদের মারার জন্য খুঁজতে বের হবে। দেবতারাও
আমাদের অভিশাপ দিবে। কিন্তু আমি তোমায়
ভালবাসবো। মৃত্যু নয়, আমার লাশ পুড়িয়ে ছাই
হয়ে যাবার আগ পর্যন্ত তোমায় ভালবাসবো।
ফলাফলঃ হেলেন প্যারিসের সাথে ট্রয়ের
উদ্দেশ্যে যাত্রা করে।
হাউ রোমান্টিক! তাই না? কিন্তু কথা হইল গিয়া,
হেলেন এত তাড়াতাড়ি পইটা গেলি? আরও অনেক
মেয়ের মতই সামান্য একটা হার উপহার পেয়ে আর কিছু
রোমান্টিক কথাবার্তায়ই পইটা গেলি? বিশ্বের
সবচেয়ে সুন্দরী নারীর কাছ থেকে আমি সত্যিই আর একটু
বেশি কিছু প্রত্যাশা করেছিলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৮
নূরুস শাফী প্রিন্স বলেছেন: এটা প্রবাদপ্রবচন এর মতই বলা হয় যে সুন্দরী মেয়েরা বোকা
।তবে বোকা থেকে রক্ষা পেতে নিজেরে কুৎসিত বলার দরকার নাই।
২|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
দিশেহারা আমি বলেছেন: সেই আমলেই এত ফাস্ট ছিল
এখন হেলেন বেঁচে থাকলে আপনার একটা সুযোগ ছিল, নাম শুনেই পটে যেতো
নূরুস শাফী প্রিন্স
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০
নূরুস শাফী প্রিন্স বলেছেন: হা হা, ভাল বলেছেন, বাট আজকাল পকেট না ভারী থাকলে কিছু হয় না।
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমিও কিন্তু রাজপুত্র তয় দিশেহারা এই যা একটু প্রব্লেম।![]()
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৩
নূরুস শাফী প্রিন্স বলেছেন: দিশেহারা থেকে ভাল হওয়ার বুদ্ধি দেই, নামটা শুধু চেঞ্জ করলেই হবে, আপনিও মুক্ত, সব হেলেন আপনার সাথে যুক্ত :-)
৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪
তুষার কাব্য বলেছেন: দিশেহারা আমি বলেছেন: সেই আমলেই এত ফাস্ট ছিল
এখন হেলেন বেঁচে থাকলে আপনার একটা সুযোগ ছিল, নাম শুনেই পটে যেতো
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
নূরুস শাফী প্রিন্স বলেছেন: :-D
৫|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৭
তাহের অন্তরা বলেছেন: তাহলে ভাই আমি নিজেকে কি বলব আমি সবচেয়ে সুন্দরি? ......আর মানুষের সৌন্দর্য মানুষের ব্যাবহারে
আর তাছাড়া সুন্দরি মেয়েরা যদি বকা হয় তবে সেই সুন্দরি মেয়েদের পিছে পিছে আপনারা ছেলেরা কেন ঘুইরা বেড়ান বলেন। হাহ ............
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬
নূরুস শাফী প্রিন্স বলেছেন: নিজেকেআপু, নিজেকে বড় মনে করলে যেমন অহংকার তৈরি হয়, ঠিক সেভাবেই নিজেকে ছোট মনে করারও দরকার নেই। আপনি যা আপনি অবশ্যই তা। নিশ্চয়ই আপনার ফ্যামিলি ছাড়াও কারো না কারো কাছে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী।
আর শেষের ব্যপারটা হল যে চকচকে মোড়কে ঢাকা জিনিসের প্রতি মানুষ ছুটে সেটাই প্রকৃতিরর নিয়ম। যখন শিখে ফেলে তখন ঠিক হয়ে যায়।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
তাহের অন্তরা বলেছেন: এই কোথায় তো আমিও পটতাম না।শুধু ফেসবুক ফ্রেন্ড বানাইতাম।তার মানে সুন্দুরী মেয়েরা একটু বোকা হয়।লুল লুল । ভাগ্যিস আমি কুৎসিত।