নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘোরাঘুরি আনলিমিটেড

ঘুড়তে থাকা চিল

আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷

ঘুড়তে থাকা চিল › বিস্তারিত পোস্টঃ

বিরিশিরি ভ্রমণঃএর অবস্থান বাংলার মাটি তেই!

১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

প্রকৃতিকে এত ভালোবাসি যে শত ব্যাস্ততার মাঝে একটু সময় পেলেই খুজতে শুরু করি নতুন কোনও স্বর্গ ৷ তেমনি ই খুজতে খুজতে চোখে পরলো বিরিশিরির চিনা মাটির পাহাড় ৷ প্রথম দেখাতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম এই সৌন্দর্য কি সত্যিই বাংলার মাটিতে!!
মাত্র ২০ মিনিটের মধ্যে বিস্তারিত তথ্য যোগাড় করে ফেসবুক এ ইভেন্ট ক্রিয়েট করলাম ৷ ২ দিনেই ১৪ গোয়িং ,মনটা খুব চাঙা ৷
৯ এপ্রিল যাওয়ার দিন মাত্র ৪ জন যাবে!!! এতক্ষন তো করলাম বকবক,এবার আসি মুল কথায় ৷
ঢাকা শহর থেকে প্রায় ১৭০ কিমি দুরে অবস্থিত নেত্রকোনার বিরিশিরি-বিজয়পুর ৷ প্রকৃতিতে ভরপুর এই বিরিশিরি ৷ ভারতের পাহাড় থেকে আসা সমেস্বরী নদী বিরিশিরির রুপযৌবনে যেনো পাল লাগিয়েছে ৷ ক্ষুদ্র-নৃগোষ্ঠী দের নিয়ে বাংলাদেশের ২ টি কালচারাল একাডেমির একটি এই বিরিশিরি তেই ৷ মন জুড়ানোর মত আছে আরও অনেক কিছু ৷ সমেস্বরীতে গোসল না করলে হয়তো বিরিশিরির স্বর্গের অনেকটাই মিস করে বসবেন ৷ অন্যান্য ব্লগারদের ভাষ্য মতে রাস্তা যতটা খারাপ হওয়ার কথা ছিলো ততটা খারাপ আমার কাছে লাগেনি ৷ হাতে ২ দিন সময় থাকলে দলবল নিয়ে বেড়িয়ে পরতে পারেন ৷ তবে বর্ষা বা শীত এ যাবেন,আর না হয় তপ্ত রোদের মধ্যে জ্বলতে হবে যেরকম টা আমরা জ্বলেছি ৷ এফ এম রেডিওর ডর অনুষ্ঠানে বিরিশিরির সমেস্বরীর পার কে নিয়ে ভুতুড়ে কিছু কথা বলেছেন,সেরকম কিছুই আমাদের সাথে হয়নি,হলে হয়তোবা ভালোই হতো ৷ যারা ভুত প্রেমী তাদের জন্যও বিরিশিরি তে কিছু আছে তাহলে ৷

দর্শনীয় স্থানঃ বিরিশিরি কালচারাল একাডেমী , কমলা দিগী,বিজয়পুর সিমান্ত ফাঁড়ি ,বিজয়পুর চিনামাটির পাহাড় , রানীখং মিশন ৷ হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন লেঙ্গুরা ও ৷
সব গুলো যায়গা ঘুরে আসতে হলে সমেস্বরী পার হয়ে হোন্ডা ভাড়া নিবেন , ৪০০-৫০০ টাকা নিবে (১ টি হোন্ডাতে চালক সহ ৩ জন) ৷
একজন ভালো স্থানীয় হোন্ডা ড্রাইভার এর নাম্বার দিলাম ৷
ইমনঃ 01872 039162

কিভাবে যাবেনঃঢাকার মহাখালী থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় বাস ছেড়ে যায়,ভাড়া ২৫০-৩০০ টাকা ৷ তবে ময়মনসিংহ পর্যন্ত গিয়ে সেখান থেকে সিএনজি করে গেলেই ভালো ৷(প্রতিজন ১৫০ টাকা)

কোথায় থাকবেনঃ Ymca অথবা Ywca হোটেল গুলো ভালো,একটি সিংগেল রুম ৩০০ করে নিবে ৷ অথবা স্বর্না গেস্ট হাউজ,গুলশান হোটেল গুলো ও ভালো ৷

অনেক হয়েছে এবার কিছু ছবি দেখি আসেনঃ




হোন্ডা ড্রাইভার ইমন


কিছু ভুল লিখে থাকলে ক্ষমা করে দিবেন ৷
ধন্যবাদ সবাইকে
আমার কাপ্তাই ভ্রমন পোস্ট
আমার বান্দরবন ভ্রমন পোস্ট

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের পজিটিভ সুন্দর রুপটিই ফুটে উঠুক লেখায় বলায় চলায় ভাবনায়.........................


+++

২| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপনাকে,আমার ব্লগ জীবনের প্রথম মন্তব্যটি করার জন্যে ৷

৩| ১৫ ই জুন, ২০১৫ সকাল ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথম পোস্ট হিসেবে ভালো হয়েছে। আপনাকে ব্লগে স্বাগতম।

কিছু টাইপো আছে মনে হয় পোস্টে, যেমন হুন্ডা হবে হোন্ডা ।


৪| ১৫ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৯

ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাইয়া,আস্তে আস্তে ভুল গুলো কাটিয়ে উঠবো ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.