![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷
নীলগিরিঃনীলগিরি বান্দরবন শহর থেকে ৪৮ কিলোমিটার দুরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ৷ সমুদ্র সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো ক্রমেই উপরে উঠতে থাকে ৷ পাহাড় কেটে তৈরি হয়েছে সাপের মতো আঁকাবাঁকা সরু পিচঢালা পথ ৷ দুরে কোনো পাহাড়ের বুকে চোখে পরবে নির্জন মাচা ঘর ৷ সর্পিল রাস্তা ধরে যতই উপরে উঠতে থাকবেন তখন ই সবুজের ক্যানভাসে হানা দেবে সাদা মেঘ ৷ কখনো মেঘ আমাদের নিচে,কখনো বা উপরে আবার কখনও পুরোই মেঘের ভিতরে ৷ পথে যেতে যেতে পরবে অপরুপ মিলনছড়ি,শৈলো প্রপাত,চিম্বুক,Peak 69 ৷ স্বপ্নের নীলগিরি তে রয়েছে অসাধারন কিছু কটেজ ৷ এদের মধ্যে মেঘদূত ও আকাশনীল এ থাকতে গুনতে হবে দিনপ্রতি ১০০০০ টাকা ৷
মারমা রিসা ১,২ ও তীক্ষ্ম রিসা তে থাকতে গুনতে হবে দিনপ্রতি ৫০০০ টাকা ৷ নীলগিরি যেতে পারেন শহর থেকে চাঁদের গাড়ী বা ল্যান্ড ক্রুজার এ করে ৷ চাঁদের গাড়ী দিয়ে ঘুরতে হলে অর্ধেকবেলার জন্য গুনতে হবে ৪-৬ হাজার টাকা আর সারাদিনের জন্য ঘুরতে হলে গুনতে হবে ৭-১০ হাজার টাকা ৷
এছাড়াও থানচি যাওয়ার বাসে করেও যেতে পারেন নীলগিরি,সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১ ঘন্টা অন্তর অন্তর বাস ছেড়ে যায় ৷ ভাড়া জনপ্রতি ২০০ টাকা করে ৷
শৈলো প্রপাতঃ শৈলো প্রপাত বান্দরবন শহর থেেক ৭ কিলোমিটার দুরে নীলগিরির পথে অবস্থিত ৷ এটি ফারুক পাড়ায় অপরুপ একটি শিলাময় ঝরনা ৷ এখানে রয়েছে বম জনগোষ্ঠীর বাস ৷ নীলগিরি যাওয়ার পথেই শৈলোপ্রপাত ঘুরে নিতে পারবেন ৷
অথবা থানচি যাওয়ার বাসে চড়েও যেতে পারবেন এই প্রপাতে ৷ ভাড়া জনপ্রতি ৪০ টাকা করে ৷
অসাধারণ কিছু সময় কেটেছে আমার স্বপ্নের ক্যানভাস বান্দরবন এ ৷ লেখতে লেখতেই নস্টালজিক হয়ে গেলাম!
নীলগিরি এর কিছু ছবিঃ
শৈলো প্রপাতের কিছু ছবিঃ
মিলনছড়ি এর কিছু ছবিঃ
২| ০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আসলেই অসাধারণ যায়গা নীলগিরি ৷
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪
তুষার কাব্য বলেছেন: চমৎকার সব ছবি ।
০৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৩৯
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ,তুষার কাব্য ভাই ৷
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: কিছুদিন আগে আমিও ঘুরে এসেছিলাম। খুব সুন্দর জায়গা। ছবিগুলো সুন্দর হয়েছে।