![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷
১) নীলগিরি এর হেলিপ্যাড
২)থানচি একটু সামনেই
৩) জুম ঘরে একটা রাত কাটানো আবশ্যক
৪)হেলিপ্যাড থেকে নীলগিরির সর্বোচ্চ চূড়া আকাশনীলা কটেজ
৫)বান্দরবন শহরের একটি মানচিত্র
৬)এইখানে নীলকন্ঠের চায়ের চুমুক পেলে জীবনটা স্বার্থক হতো
৭)মডেল ভাই তো আছেই
৮)হালকা পাতলা মডেলিং আমিও শুরু করেছি
৯) নিজেদের ছবি তুলতে যাইয়া প্রকৃ্তির ছবি তোলায় হয়না!
১০) তানজিল ভাইয়ের কৃতিত্ব প্রকৃিতিকে ফ্রেমে বাঁধা
নীলগিরি ভ্রমন বিস্তারিত
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১২
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই ৷
২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
কাবিল বলেছেন: সুন্দর
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ৷
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর ছবিগুলো
৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৪
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৫
শামীম আরেফীন বলেছেন: রূপসী বান্দারবান
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
ঘুড়তে থাকা চিল বলেছেন: জ্বী ভাই,
আমার দেখা সবচেয়ে মনমুগ্ধকর যায়গা ৷
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ভাল লেগেছে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই ৷
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।