![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘুরতে খুব ভালোবাসি,মোটামোটি প্রকৃতির কোলে গিয়ে ঘুমানোর স্বপ্নটাকে জীবনের মুল প্রতিপাদ্য করে নিয়েছি ৷
আমি স্বপ্ন দেখেছি পাংগারচুলার,এভারেস্টের স্বপ্ন দেখিনি ৷ ১ টি বছর ধরে মনের মধ্যে স্বপ্ন বুনেছি,অপেক্ষা করেছি ৷ ৫ বন্ধু মিলে একসাথে যাবো,কিন্তু অনেক জল্পনা-কল্পনা শেষে আমরা কেবল দুজন ই রওনা দিয়েছি ৷
যাওয়ার দুদিন আগ পর্যন্ত টাকা ম্যানেজ হয়নি, সেই মুহুর্তে তানজীল এর ৮০০০ টাকা আমাদের দুজনের জন্যে বুস্ট হিসেবে কাজ করেছিলো ৷ ছিলো আরো সাথে আনজুম,আজিম ভাই আর তন্ময় এর সাহায্য ৷
আমার সফর নিয়ে আমার থেকেও বেশী কল্পনা করে রেখেছিলো তন্ময় ৷
এবারে আর হাজার কিলো দূরের হরিদওয়ার যাওয়ার কল্প কাহিনী লেখবোনা ৷ উত্তরাখন্ডে প্রবেশ টা হয়েছিলো আমার খারাপ ভাবে ৷ প্লাটফর্মে পরে গিয়ে হাত,মাজা ও পা বেশ ভালো ভাবেই কেটেছে ৷ এই লুলা ভাবেই শুরু করতে হয়েছে জীবনের সবচেয়ে প্রতিক্ষিত ট্রেক ৷
সফরসঙ্গী আমার আর তারিক ভাইয়ের জুটি খারাপ না,যদিও গত লাদাখ ট্রিপে খাবার নিয়ে একটু মন কষাকষি হয়েছিলো ৷ কিন্তু সেই তারিক ভাই আর আমিই এবার শুধু শসা আর বিস্কুট খেয়েও পুরো এক-দুটো দিন কাটিয়ে দিয়েছি ৷ সময়ে-অসময়ে কেবল আমরা দুজনই, একে অপরের ৷
হরিদওয়ার পৌছেছি সকাল ৯ টায় ৷ ততক্ষনে আমাদের ছেড়ে TTH টিম চলে গেছে জোসিমাঠ এর উদ্দেশ্যে ৷ আবারো একটি ধাক্কা, বাস স্ট্যান্ড ঘুরে বের করি আজ আর জোসিমাঠের কোনো বাস নেই ৷ রুদ্রপ্রয়াগ এর বাসে চড়ে যাই সাথে সাথে ৷ গঙ্গার পাশ ধরে বাস এগিয়ে যাচ্ছে।
প্রায় ঘন্টা খানেক পরে পৌছেছি রিশিকেশ শহরে ৷ এডভেঞ্চার একটিভিটিজ এর জন্যে বিখ্যাত শহর রিশিকেশ ৷ উপর থেকে দেখা যাচ্ছে নিচে গঙ্গা তে শ'খানেক রাফটিং বোট রেডি,কিন্তু নদীতে কোনো স্রোত নেই ৷
দুপুর নাগাদ আমরা পৌছাই দেবপ্রয়াগ এ ৷ এখানে দুটো নদী এসে মিলেছে, আলাকনন্দা ও ময়ুর ৷
বাস শ্রীনগর পেরিয়ে রুদ্রপ্রয়াগ পৌছেছে প্রায় শেষ বিকেলে ৷
জোসিমাঠ এখনো ১১০ কিলো দূরে ৷ আবার আরেক বাসে চড়ে বসলাম ৷ ১ ঘন্টা পর সেই বাস আমাদের নামিয়ে দিলো কার্নপ্রয়াগে ৷
এদিকে বিয়ের হিরিক লেগেছে, সব গাড়ি রিজার্ভ ৷ রাত নেমেছে ছোট শহরটিতে, জোসিমাঠ এখনো অনেক দূরে ৷ কাল থেকে আবার আমাদের ট্রেকিং শুরু করতে হবে ৷
হঠাত একটা গাড়ি পেলাম, ১০ জনের গাড়ীতে ১৪ জন বসে কোনোমতে আসলাম চামোলি তে ৷ রাত ৯ টা বেজেছে , গন্তব্যে এখনো পৌছানো হয়নি ৷ আর কোনো উপায় না পেয়ে জ্বীপ একটা ১৮০০ রুপী তে রিজার্ভ করে রওনা হলাম জোসিমাঠ এর উদ্দেশ্যে ৷ কিন্তু সে আবার যাবেনা আমাদের রিসোর্ট পর্যন্ত ৷ সে ভয় পায় এতো রাতে অলির রাস্তা নাকি খারাপ! চার পায়ের জানোয়ারের ভয় তার ৷
কিছুদূর যাওযার পর আমরাই ভয় পেয়ে যাই, দূরে সব বিশালাকার পাহাড় গুলোতে আলো ভাসছে ৷ ভালো করে নিচে তাকিয়ে দেখলাম নিচে জলবিদ্যুত কেন্দ্র ৷ কেমন যেনো ভিদঘুটে লাগছিলো পাহাড় গুলো কে ৷ রাত ১১ টায় পৌছেছি আমরা জোসিমাঠ শহরে ৷ এখান থেকে আমাদের রিসোর্ট আরো ৭ কিলো উপরে ৷ এবার আমাদের জিও টিম আমাদের গাড়ি করে রিসিভ করে অলি রিসোর্ট পর্যন্ত নিয়ে গেছে ৷
এখানে এসে এক অন্যরকম আবহাওয়া! সারাদিন তপ্ত রোদে কাটিয়ে এখানে এসেই দেখি তাপমাত্রা ০ ডিগ্রি ৷ শরীর থরথর করে কাপছে শীতে ৷ সারাদিন কোনো খাবার জোটেনি ৷ কিন্তু এখন আমাদের জন্যে খাবারের অভাব নেই ৷
মাংস,ভাত,ডাল,আলু গোভী,রুটি! ! পেট পুরে খেয়ে নিয়ে আজকের মতো ঘুমানোর পালা ৷
কাল থেকে শুরু হবে পাংগারচুলার দিকে হাটা ৷
চলবে.....
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
ওমেরা বলেছেন: একেবারে সেহেরী খেয়ে রাত আড়াইটায় ঘুমিয়ে ভোর ছয়টায় উঠেছি , এখন বাজে দুপুর ১২ টা আপনার ঘুমের কথা শুনে আমার ওতো এখন ঘুমাতে ইচ্ছা করছে। কিন্ত একটু পরই তো আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে।
লিখা আর ছবি দুটোই ভাল লেগেছে ।অনেক ধন্যবাদ আপনাকে।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২৮
ঘুড়তে থাকা চিল বলেছেন: ঘুম আর ঘুম! এত ঘুমালে কি করে হবে??
৩| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব উপভোগ করলাম।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:২৯
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই। সামনে আরো ছবি আসছে। :-প
৪| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪
মোস্তফা সোহেল বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম।পোষ্টে ++
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন এক রোমাঞ্চকর অভিযান।
ঘুরতেতো আমারও পছন্দ!
পকেটটাই......
ক্যাম্পাস লাইফে এক চাকমা বন্ধু ছিল। তাদের গ্রামে সপ্তাহখানেক ছিলাম। তার সাথে তিজিংডঙে উঠতে গিয়ে হালুয়াটাইট অবস্থা। বাঙলাদেশের পাহাড়গুলো ওঠার মত নয়
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০
ঘুড়তে থাকা চিল বলেছেন: এখন কিন্তু পাহাড়ে উঠা টা অনেক খানি সহজ হয়ে গেছে!
৬| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: ঘুড়তে থাকা চিল ,
উপন্যাস গল্পেই শুধু পড়া সেই জোশিমঠ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ঋষিকেশ নামের স্বপ্নের শহরগুলো ।
এ্যাডভেঞ্চার এমনই থ্রীলড হওয়াই দরকার । মনটা চলে গিয়েছিলো আপনাদের সাথে সাথেই ।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১
ঘুড়তে থাকা চিল বলেছেন: জোশিমাঠ এক অপরুপ শহর! চোখ যেদিকে যায় সেদিকেই সৌন্দর্য।
৭| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুতেই হোচট খেয়ে থ্রিল বেড়ে গেল যেন বহুগুন
ভাল লাগছে ভার্চুয়ালি ভ্রমন করতে। কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা কেবলই পাঠে
হা হা হা
চলুক অভিযান
+++++
১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৩
ঘুড়তে থাকা চিল বলেছেন: পুরো ভ্রমণটাই থ্রিল দিয়ে শেষ হয়! আগামি পর্ব গুলোতে লিখবো।
ধন্যবাদ ভাই।
৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:০২
সাতিলা বলেছেন: আহা... কি দারুন ঘুরাঘুরি, সুন্দর বর্ণনা। প্রি্য়তে নিলাম।
২৩ শে মে, ২০১৮ রাত ১১:০৪
ঘুড়তে থাকা চিল বলেছেন: ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৪
সনেট কবি বলেছেন: ভাল লাগল