![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোজআপ ওয়ান যখন প্রথম প্রথম শুরু হয়েছিল তখন সবাই বলাবলি শুরু করল এবার আমরা ভাল কিছু শিল্পী পাব। আমি নিজেও সেটা ভেবেছিলাম। আর ভাবাটাও অস্বাভাবিক কিছু ছিল না। প্রথম সিজনটা বেশ ভাল ভাবেই শেষ হয় আর আমরা কিছু ভাল শিল্পীও পেয়ে যাই যারা আসলেই ভাল গাইত। পরের বছর আবার শুরু হয় ক্লোজআপ ওয়ান। কিন্তু আগের বারের শিল্পীরা কেমন যেন হারিয়ে যেতে থাকে !!! একসময় তাদের কথা অনেকে ভুলেও যায়। অন্যদিকে সেসব শিল্পীও গানের প্রতি কেমন যানি উদাস হয়ে যায়। তারা ঠিক মত সুযোগের অভাবে তাদের কনফিডেন্স হারাতে শুরু করে হয়ত।
কি বিশ্বাস হচ্ছে না ? নোলকের কথা মনে আছে ? সে ফার্স্ট হয়েছিল (যদিও আমার মতে সে তার যোগ্য ছিল না) ।
কিন্তু পরে হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে। কিছুদিন আগে দেখলাম কোথায় যেন মাস্তানি করে পুলিশের কাছে ধরা খাইছে !! কোথায় গায়ক আর কোথায় মাস্তান !! একে গানের সুযোগ করে দেয়া গেলে সেকি মাস্তানি করার সুযোগ পেত ?
সালমার নাকি বিয়ে হয়ে গেছে !! পিচ্চি মেয়েটা গান বলতে গেলে ছেড়েই দিছে !!
তাহলে এত কষ্ট করে , এত সময় নষ্ট করে এত টাকা খরচ করে লাভটা কি হল ? আসলে শুধু শিল্পী বানালেই হবে না শিল্পী ধরেও রাখতে হবে। আর তার জন্য তাদের সুযোগ করে দিতে হবে।
আসা করি এবার আর এমনটা হবে না । আর আপনারা অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
ভাল মন্দ বলেছেন: Media Business করছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
আহলান বলেছেন: আবার আয়োজকদের কি বুদ্ধি দেখেন এবার এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে অনুরর্দ্ধ ৩০ বছরের সময় সিমা বেধে দিয়েছে। তার মানে কি ? যাদের ম্যাচুরিটিই আসে না, তাদেরকেই সুযোগ দিতেই এই উদ্যোগ। এর আগে নোলোক বিউটি সালমা এরাও তো অনুর্দ্ধ ৩০ ছিলো, তারপরও এদেরকে আর পাওয়া যায় নাই, তাহলে এখন এই বয়স বেধে দিয়ে আয়োজকরা কি বুঝাতে চাইলো? প্রতিভা কি ৩০ বছরের পরে আর বিকাশ লাভ করতে পারে না?