![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রতিটি দেশেই আছে সাপ্তাহিক ছুটি বা উইক-এন্ড। আমার স্বল্প জ্ঞানে যতদূর জানি সপ্তাহের এই একটি-দিনে পৃথিবীর সবাই ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে দূরে সরে নিজের মত কাটান অর্থাৎ রিলাক্স করেন। কিন্তু আমাদের দেশে দেখি এর উলটা!!! একদিন বন্ধের অজুহাতে তুলে দেয়া হয় আরও বহুগুণ কাজ যেমন কর্মক্ষেত্রে তেমনি সামাজিকভাবেও! আমি অলস হওয়ায় এটা আমার একার অভিযোগ নাকি আমার মত অনেকেই আছেন জানা দরকার
ছোটবেলা থেকেই দেখে আসছি শুক্রবার সরকারী ছুটি সেই অজুহাতে স্কুল থেকে চাপিয়ে দেয়া হতো একগাদা হোম-ওয়ার্ক। বন্ধের দিন বস্তা বস্তা হোম-ওয়ার্ক করতাম আর মনে মনে বলতাম আরে বাবা এই বন্ধের মানে টা কি!! এরপর কলেজ লাইফেও দেখতাম বড় কোন বন্ধ দেয়া হতো ফাইনাল পরীক্ষার আগে। কারন হিসেবে বলা হতো প্রস্তুতি যেন ভালো হয় সেজন্যেই এ ব্যবস্থা!! পুরো বন্ধ কাটত পরীক্ষার আতঙ্কে!! এরপর বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে মনে মনে ভেবেছিলাম এবার রিলাক্স!!! হাহা। সে আশায় গুড়ে বালি। বন্ধের পরেই মিড-টার্ম!! কর্মক্ষেত্রে এসে ভাবলাম এবার অন্তত শান্তিতে সপ্তাহের একটি দিন কাটাতে পারব। বিধাতা বোধয় মুচকি হেসেছিলেন সেদিন।
এবার দেই আমার তথাকথিত বন্ধের দিন শুক্রবারের বর্ণনা। সকালে আজ অফিস নেই তাই বলে দেরীতে ওঠার উপায় নেই কেননা পুরো সপ্তাহের বাজার আজকেই করতে হবে। বাজার করে এসে নাস্তা করতে না করতেই শুনবেন মার্কেট যেতে হবে। কেন? কারন আর কিছুই নয়, প্রতি শুক্রবারে নিউটনের সূত্রের মত কোন না কোন বিয়ে অথবা দাওয়াত থাকবেই!!! তাই গিফট কিনতে হবে না? এরপর বাসায় ফিরে গোসল করেই মসজিদে দৌড়, সপ্তাহে একদিনও যদি নামাজটা পড়ি তবে চলে? ফিরেই রেডি হয়ে সামাজিক দায়িত্ব পালন করে সমাজ উদ্ধার করতে বের হওয়া। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। একটু আড্ডায় যাব তার উপায় নেই। কেননা পছন্দের সব অনুষ্ঠানই যে আজকে!! রাতে যদি ভাবি বের হব সে মুহূর্তেই হয়ত শুরু হবে প্রিয় কোন নাটক নাহয় ক্লোজ আপ ওয়ান। আর কি ওঠা যায়? এসবের মাঝেই মনে পড়বে বন্ধের দিন করব বলে জমিয়ে রাখা একগাদা কাজের হিসেব। এইসব শেষ করতে করতেই রাত একটা!! তখন মনে হয় আহা ছুটির দিনই বটে!!!
পরিশেষে, আমার মত ভুক্তভোগী কিংবা অলস কোন ব্যক্তি যদি আমার মতই ছুটির নামে অত্যাচারিত হন তবে জানাবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
রাফসান আরিফ বলেছেন: দারুন বলেছেন