![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখনী আমার প্রতিবাদের ভাষা, ব্লগ আমার স্বপ্নবোনার জমিন, আমি এক স্বাপ্নিক চাষা
কবিতা লিখতে গেলেই
তাজরীনে লাশ খোঁজা।
কবিতা লিখতে গেলেই
ধ্বসে পড়ে রানা প্লাজা!
কবিতা লিখতে গেলেই
ককটেল ফোটে রাস্তায়।
কবিতা লিখতে গেলেই
ঝড়ে উড়ে যায় আশ্রয়।
কবিতা লিখতে গেলেই
গাড়ির ভস্মীভূত শরীর।
কবিতা লিখতে গেলেই
হাত-কড়া পরা ব্লগ-বীর।
কবিতা লিখতে গেলেই
অন্তুর চোখে স্প্লিন্টার।
কবিতা লিখতে গেলেই
অহেতুক যত গ্রেফতার!
কবিতা লিখে বিদ্রোহী কারাবন্দী,
কবিতা লিখলে দ্রোহের সাথে সন্ধি।
কবিতা লিখতে গেলেই চোখে জল,
কবিতা আজ থাক, বন্ধু, জীবনের কথা বল্।
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫১
কাজী মিতুল বলেছেন: আমন্ত্রণ গৃহিত
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার...
আপনার অনুভূতিশক্তি দারুণ!
১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫১
কাজী মিতুল বলেছেন:
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা আজ থাক, বন্ধু, জীবনের কথা বল্
৪| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫১
কাজী মিতুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর হইছে. সুন্দর হইছে . সুন্দর হইছে. লাইক দিলাম. ব্লগে আমন্ত্রন থাকলো