নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাংলাকে ভালবাসি

আমি স্বপ্ন দেখি একদিন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে

কাজী মিতুল

লেখনী আমার প্রতিবাদের ভাষা, ব্লগ আমার স্বপ্নবোনার জমিন, আমি এক স্বাপ্নিক চাষা

কাজী মিতুল › বিস্তারিত পোস্টঃ

যানজটের উপর তাপমাত্রার প্রভাব

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৩

আমি ছাড়া আর কেউ এটা নিয়ে ভেবেছেন কিনা জানিনা। কিস্তু আমি দেখলাম, যেদিন গরম বেশি পড়ে সেদিন ঢাকার রাস্তায় যানজট বেশি হয়। কেন?

১. লোকজনের ধৈর্য কম থাকে। তারা ট্রাফিক সিগনাল মানতে চায় না, নিজে আগে যেতে চায়, ফলে রাস্তায় বিশৃংখলা ও যানজট

২. চালকদের মাথা গরম, থাকে, ফলে সামান্য কারণে লেগে যায় গাড়ি থামিয়ে ঝগড়া। ফলাফল পেছনে লম্বা গাড়ির সারি: যানজট

৩. যাত্রিদের তাড়া খেয়ে চালকের দ্রুত চালনা, ফলাফল ছোট/বড় দুর্ঘটনা এবং তার ফলশ্রুতিতে রাস্তায় যানজট

৪. রোদ ও গরমের কারণে ট্রাফিক পুলিশ মাঝে মাঝে রাস্তা ছেড়ে একটু ছায়াযুক্ত স্থানে গিয়ে দাঁড়ান, ফলে মোড়ের মুখে বিশৃংখলা বেড়ে যায়, বেড়ে যায় যানজট

৫. বেশিক্ষণ রোদে চলার ফলে পুরনো গাড়ির ইঞ্জিন বিগড়ে যেতে পারে রাস্তার ওপর থেমে থাকা গাড়ি সৃষ্টি করে যানজট



পাঠক কী বলেন?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

মাক্স বলেছেন: কি আর কমু সব বাস এসি কৈরা দেওয়া হোক ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.