নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

রিকশাওয়ালার ছেলে জেলা প্রশাসক!

০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪



অধ্যাবসায় আর প্রবল ইচ্ছা থাকলে সবই সম্ভব। গোবরেও জন্মাতে পারে পদ্মফুল। রিকশাওয়ালার ঘরে জন্ম নিয়েও দেখা যেতে পারে বড় স্বপ্ন। হতে পারেন জেলার কর্ণধার। হ্যাঁ পাঠক এমনি অসাধ্য সাধন করেছেন গোবিন্দ জিসওয়াল। রিকশাওয়ালার ঘরে জন্ম নিয়েও এখন তিনি হয়েছেন জেলা প্রশাসক।

জানা গেছে, ভারতে এমনটি ঘটেছে। গরীবের ঘরে জন্ম নিয়েও রিকশাওয়ালা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে তার সফলতার গল্প শুনিয়েছেন। জানিয়েছেন কিভাবে তিনি আইএএস অফিসার হয়েছেন।

তিনি তার সাক্ষাতকারে বলেন, ছোটবেলায় যখন তিনি খেলাধূলা করতেন তখন থেকেই তিনি বৈষম্যের শিকার হয়েছেন। ছোটবেলায় একবার খেলতে খেলতে এক ধানাঢ্য ব্যাক্তির বাসায় চলে আসেন। এসময় ওই ব্যাক্তি তার সঙ্গে অশোভন আচরণ করেন। রিকশাওয়ালার ছেলে হয়েও বড়লোকের সন্তানদের সঙ্গে খেলার সাহস দেখানোয় তাকে অপমান সইতে হয়েছে। সেদিন থেকেই তিনি শপথ করেন একদিন জেলা প্রশাসক হয়ে সবকিছুর জবাব দেবেন তিনি। সেদিন থেকেই পাল্টে যায় তার জীবনের মোড়। অনেক কষ্টে পড়াশোনা করেছেন তিনি। বাবা রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

আহলান বলেছেন: তো কি হয়েছে?

০২ রা মে, ২০১৬ রাত ৮:১০

কুর্দি আয়লান বলেছেন: আমাদের অনুপ্রেরিত হওয়া উচিত

২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

প্রামানিক বলেছেন: মেধার মূল্যায়ন হয়েছে। এরকম বাংলাদেশে যদি হতো তাহলে কত মেধাই না গ্রাম থেকে উঠে আসতো।

০২ রা মে, ২০১৬ রাত ৮:১৫

কুর্দি আয়লান বলেছেন: শুনে ভাল লাগল, আমাদের দেশেও মেধার যথেষ্ট মুল্যয়ন হবে বলে আশা রাখি

৩| ০২ রা মে, ২০১৬ রাত ৮:১৪

কুর্দি আয়লান বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের শহরে আজ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে এক হিন্দু গোয়ালার ছেলে ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হয়েছিল।

০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৩৮

কুর্দি আয়লান বলেছেন: আগেকার আমলে মেধার মূল্যয়ন হতো, বর্তমানে মেধার মূল্যয়ন হয় পয়সা দিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.