নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সাধারণ একজন মানুষ।হাজারো মানুষের ভিড়ে মিশে থাকা একজন।এইতো আমি!

কুর্দি আয়লান

মৃত্যুর জন্য বেঁচে আছি!

কুর্দি আয়লান › বিস্তারিত পোস্টঃ

I Love Mom

১২ ই মে, ২০১৬ সকাল ১১:২৬




আই লাভ মম। এই মমরা দেখতে সাধারণ মা'দের কাছ হতে অনেক কিউট এ্যান্ড হ্যান্ডসাম হয়। এই মমেরা শাড়ি পরে না। পরে থ্রিপিছ নয়তো গেঞ্জি জিন্স। ঢাকার গুলশান, চট্টগ্রামের সুগন্ধার মমেরা পরে আরো আধুনিক অনেক ড্রেস। যা বিদেশের নামী দামী মল গুলো হতে কেনা।

এই মমেরা সন্ধ্যার পর বারে যায়। সুযোগ হলে পাবে গিয়ে আধুনিকতার ছোঁয়া ও লাগায়। এরা উচ্চ শিক্ষিত!! অক্সফোর্ড, হার্ভাড না, বুয়েট, চুয়েট, ডুয়েট, কুয়েট থেকে গ্রাজু কমপ্লিট করে আমাদের মম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বড় ঘৃণা হয় এই মমদের জন্য, কফের লাঠা থুথু করে ছিটে দিতে ইচ্ছে হয় তখন, যখন ভাবি এই মমেরা শিশুকালে আমাদেরকে বুকের দুধ খেতে না দিয়ে ডানো আর ফ্যাটে ভরা নিডো দুধ খাইয়েছে। তার স্তন যুগল ঠিক রাখার জন্য আমাদের বুকের দুধ হতে বার বার বিতাড়িত করেছে। মাঝে মাঝে বুকের দুধ পেয়ে খুশিতে হাত পা ছুড়ে লাফাতাম। আর যখনি মুখ দিতাম, তখনি তিতাই বমি আসতো। বুকে কিছু একটা লাগিয়ে শিশুকালে আমাদের ঠকানো হয়েছে। এইসব ভাবতেই ঘৃণা হয়। অনেক সময় আমাদের কোলে না নিয়ে, ক্রাচে করে নিয়ে যেত সঙ্গে সঙ্গে। আমাদের স্বাধ জাগত একটু কোলে উঠে থাকব। কিন্ত তা সত্যিই অপূর্ণ থাকত। সকাল বেলায় মম এসে চাইল্ড কেয়ারের কোন রুমে দিয়ে অফিসে চলে যেত। সারাটি দিন কাটতো অবহেলায়। কি দুঃখের সময় না ছিল মমের সন্তানদের। আজ সেই মমদের জন্য আমাদের কোন ভালবাসা নেই।

ফেইসবুকে I Love Mom দিয়েপ্রোফাইল পিকে ভালবাসার দরদ ও নেয়। আমি ভালবাসি আমার মাকে। আমার সাধারণ মাকে। যে আমাকে নিজের শরীরের তোয়াক্কা না করে লালন করেছে। সেই আমার মা। মম নয়। মমেরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, আর মা'রা সন্তানদের নিয়ে ব্যস্ত থাকে। এই মায়েদের নিচেই সন্তানদের বেহেশত। বায়ান্নতে রফিকদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষায় তাঁকে মা বলে ডাকব। মম নয়।

জুকারবাগের মাতৃভাষা ইংলিশ, সেই দিবে I Love Mom. একজন সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশী তার প্রোফাইল পিক কখনোই I Love Mom দিতে পারে না। আপনি ও পারেন না। দিয়ে থাকলে বাঙ্গালী হয়ে রিমোভ করা এখনি প্রয়োজন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ভাল লাগল লেখা

ভাল থাকুন
মাকে ভালবাসি খুব বাসি

১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৬

কুর্দি আয়লান বলেছেন: কৃতজ্ঞ

২| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: মায়া-মমতা দুনিয়া থেকে উঠে যাচ্ছে!

১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৭

কুর্দি আয়লান বলেছেন: চাইলে বদলানো সম্ভব

৩| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:১৭

মুসাফির নামা বলেছেন: কথাগুলো তীতা হলেও সত্য।

১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কুর্দি আয়লান বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৪:১০

বিদ্রোহী চাষী বলেছেন: ভালো লেগেছে

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কুর্দি আয়লান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.