![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর জন্য বেঁচে আছি!
সকালবেলা ব্রাশ করতে গিয়ে ব্রাশে পানি দেয়ার সময় পেস্টটা বেসিনে পড়ে যাওয়া... গোসলের সময় সাবনটা পিছলে কমোডে পড়ে যাওয়া.... অথবা গোসলে ঢুকে আবিষ্কার করা, আপনি টাওয়েল নিয়ে ঢুকতে ভুলে গেছেন... হেঁটে যাবার সময় টেবিল বা চেয়ারের কোণায় পায়ের কনিষ্ঠাঙ্গুলির সংঘর্ষ... এবং সাথে সাথে পুরো পৃথিবী ওলট-পালট মনে হওয়া... মাত্র'ই নতুন কেনা সাদা শার্টটা পরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময় কফি পড়ে শার্টটা বরবাদ হওয়া... লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট টানার সময় পাশের বাসার আঙ্কেলের কাছে ধরা পড়া...
বিরিয়ানি মুখে দেয়ার সাথে সাথে প্রথম কামড়েই এলাচি পড়া... বিয়েতে যাবার জন্যে শেষ মূহুর্তে ড্রেস সিলেক্ট করে আয়রণ করতে গিয়ে কারেন্টটা চলে যাওয়া.... চুইংগাম কিনে চুইংগামটা খোলার সময় মাটিতে পড়ে যাওয়া.... চার বছর ধরে সার্ভিস দেয়ার পর লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এডমিশন টেস্টের হলে ক্যালকুলেটরটা নষ্ট হয়ে যাওয়া... সেহেরীর পর প্যাকেটের শেষ সিগারেটটা ধরাতে গিয়ে ফিল্টারে আগুন লাগিয়ে ফেলা... বন্ধুর বাসায় ফোন করে ওপাশ থেকে হ্যালো শোনার আগেই বন্ধুর বাবাকে একগাদা গালি দিয়ে বসা.... বাস অর্ধেক পথ চলে আসার পর খেয়াল হওয়া, ওয়ালেট বাসায় ফেলে এসেছেন... বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছেন অনেক দূরে কোথাও... পৌঁছা মাত্রই চশমাটা ভেঙে গেল। এরপর'ই বুঝতে পারলেন আপনি এক্সট্রা কোন চশমা আনেন নি। আপনার ট্যুর মাটি।
টিভিতে হট সিন দেখার সময় হঠাৎ মা রুমে চলে আসলো... হাজারবার রিমোর্ট চাপাচাপি করার পরও রিমোর্টটা কাজ না করা.... জগতে সমস্যার কোন অভাব নেই... এতকিছুর পরে অন্য কেউ আপনাকে কাঁদিয়ে চলে যাচ্ছে... আপনার কারো কথা ভেবে রাতে ঘুম হচ্ছে না... কাউকে ফোনে ওয়েটিং দেখে আপনার মন খারাপ হচ্ছে... তাহলে বুঝতে হবে আপনার হাতে অঢেল সময় আছে। আপনি একটি মিজারেবল লাইফের মালিক, যেখানে আপনি নিঃশ্বাস নিচ্ছেন আপনার জন্যে...
অথচ আপনার লাইফটা এনজয় করছে অন্য কেউ। স্টপ ইট... লিভ ফর ইউরসেলফ। সে হ্যালো টু লাইফ। ইফ লাইফ গিভস ইউ লেমন, গেট সাম সল্ট এন্ড সুগার টু... লেটস মেক লেমন জ্যুস।
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪
কুর্দি আয়লান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞ
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪
কুর্দি আয়লান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য কৃতজ্ঞ
২| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:৪৪
ইতল বিতল বলেছেন: কি নিঁখুত আবিষ্কার!!!
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৪৫
কুর্দি আয়লান বলেছেন: আমাদের নিত্যদিনের পথচলার রুটিন
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ রাত ১১:৫৭
মানবী বলেছেন: সুন্দর উৎসাহদায়ক ভাবনা :-)
পোস্টের জন্য ধন্যবাদ।