![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর জন্য বেঁচে আছি!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রেশমা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেয়নি। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট শীটে তাকে পাস দেখানো হয়েছে। রেশমা সিংহখালী স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রেশমা ওই স্কুল থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত ২৩ ফেব্রুয়ারি গণিত বিষয়ে পরীক্ষায় সে অনুপস্থিত ছিল। তবে বাকি পরীক্ষাগুলোতে সে অংশ নেয়। গতকাল বুধবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট সিটে দেখা যায় রেশমা আক্তার জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে পাস করেছে।
সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ভুলে শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে পাঠানো রেজাল্ট শীটে রেশমা আক্তারকে উত্তীর্ণ দেখানো হয়েছে। তবে বোর্ডের ওয়েবসাইটে রেশমাকে অনুপস্থিত দেখানো হয়েছে।
১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
কুর্দি আয়লান বলেছেন: হা হা হা, ভাল বলেছেন
২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৮
রোষানল বলেছেন: কেন শোনেননি প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে এখন বাংলাদেশে ফেল করা আর সম্ভব না।
১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কুর্দি আয়লান বলেছেন: কিছু করার নেই, দেশ এখনও স্বাধীন হয়নি
৩| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৮
তারেক ভূঁঞা বলেছেন: যে দেশে বিনা ভোটে প্রধানমন্ত্রী হওয়া যায়, সে দেশে পরীক্ষায় অংশ নিয়ে পাস তা অবাক হওয়ার মত কিছু নয়
১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
কুর্দি আয়লান বলেছেন: সার্টিফিকেট দিয়ে দিলেই হয়
৪| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৪৩
লাল আমস্ট্রং বলেছেন:
-
গণিত পরীক্ষা দেয় নাই, তাইলে বাকিগুলা দিসে কি করতে ? বোর্ডে গ্যান্জাম লাগাইতে ? নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ?
৫| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:২১
কুর্দি আয়লান বলেছেন: বাকিগুলা তো ঝেড়ে দিয়েছিল, গণিত তো আর ঝাড়া যায় না, মাথায় মাল থাকা লাগে, লাগাইছেই তো, সরকারের ভাব মূর্তি তো উজ্জ্বল করছে এরা।
৬| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
তারেক ভূঁঞা বলেছেন: প্রশ্নঃ
লাল আমস্ট্রং বলেছেন:
গণিত পরীক্ষা দেয় নাই, তাইলে বাকিগুলা দিসে কি করতে ? বোর্ডে গ্যান্জাম লাগাইতে ? নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ?
উত্তরঃ
কুর্দি আয়লান বলেছেন: বাকিগুলা তো ঝেড়ে দিয়েছিল, গণিত তো আর ঝাড়া যায় না, মাথায় মাল থাকা লাগে, লাগাইছেই তো, সরকারের ভাব মূর্তি তো উজ্জ্বল করছে এরা।
(এই প্রশ্ন উত্তরটা অসাধারন)
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
সবগুলো পরীক্ষা না দিয়ে পাশ করলে, সেটাই একটা কাজ হবে।