![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর জন্য বেঁচে আছি!
ঢাকা: রাজধানীর রবীন্দ্র সরোবরে ছোট-ছোট কালো ঠোঙ্গায় করে কী যেন ফেরি করছিলেন একটি মেয়ে। শিশু ভেবে ভুল করলেও বয়স তার কমও নয় আবার। হিসেবে তরুণী। প্রথম দেখায় যে কারোই ফেরিওয়ালা মনে হবে না তাকে। কারণ কানে সাদা হেডফোন, নেভি ব্লু রঙের শার্ট, পায়ে কনভার্স ও পরনে জিন্স, আর কী লাগে! এতেই তো অভিজাত পরিচয়।
কাছে গিয়ে দেখা গেলো- পিঠে ব্যাগ ও গলায় ঝুলানো বাঁশের মাঝারি ঝুড়ি থেকে ছোট-ছোট ঠোঙ্গায় ভরে বাদাম ফেরি করছেন তিনি। কিন্তু ক্রেতারা তাকে ‘বিক্রেতা’ ভাবতে নারাজ! প্রত্যেকেই অবাক!
কাছে গিয়ে প্রশ্ন করতেই নাম জানালেন তরুণী- তাহমিনা রহমান। বয়স ২৩। পরিবার ও বন্ধুরা ডাকেন ‘কথা’ নামে। লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী তিনি। জন্ম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এখন বসবাস ধানমন্ডিতে। বাবা হাবিবুর রহমান সাটুরিয়া হাসপাতালে চাকরি করেন; একই হাসপাতালে কর্মরত ছিলেন মা আয়েশা হাবিবও। কিন্তু ২০০৮ সালে মা মারা যাওয়ার পর একা হয়ে পড়েন বাবা, এদিকে পড়াশোনা সূত্রে মেয়েকেও বাবাকে ছেড়ে ঢাকায় থাকতে হচ্ছে।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শেষে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য চাপ এসেছিল। এরপরে পুরো পরিবার মালয়েশিয়ায় স্থায়ী হতে চাইলেও বেঁকে বসেন কথা। দেশের মাটিতেই কিছু একটা করার ইচ্ছে তার।
সবাই যেন যেকোনো পেশাকে প্রাধান্য দেন সেই প্রবল স্বাধীনচেতা ইচ্ছা জন্মলগ্ন থেকেই। তবে প্রথমে সাহস পাচ্ছিলেন না। কিন্তু নগরীর হ্যান্ডসাম ফেরিওয়ালা তাজুল ইসলাম লিখনের (২৯) ‘ড্রিম ভ্যান’ কথার মনে-প্রাণে সাহস যুগিয়েছে। যে কারণে এক অভিজাত পরিবারের মেয়ে হয়েও লিখনের মতো যেকোনো কাজকে মহান ভেবে নগরীর রাজপথে বাদাম বিক্রি শুরু তার।
এখন ধানমন্ডির বিভিন্ন পয়েন্টে বাদাম বিক্রি করছেন স্মার্ট কথা। সাটুরিয়া থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বাদাম কেনেন তিনি। বাসায় বাদামগুলো ভালোমতো ভাজাসহ বাছাই করেন। পরে দেখতে নান্দনিক কালো ঠোঙ্গায় ঢুকিয়ে ক্রেতাদের হাতে তুলে দেন। এতে করে দিন শেষে মাত্র কয়েক ঘণ্টায় দুই থেকে আড়াইশ টাকা আয় করে ঘরে ফেরেন কথা।
যে কোনো মানুষই যেন যে কোনো কর্মকে গুরুত্ব দেন, সমানভাবে দেখেন এটাই চাওয়া কথার।
বাদাম বিক্রি প্রসঙ্গে তাহমিনা কথা বাংলানিউজকে বলেন, ভালো একটা ট্রাভেল এজেন্সিতে জব (চাকরি) করতাম। জব ছেড়ে বাদাম বিক্রির পেশা নেমেছি। স্বাধীন জীবন আমার অনেক পছন্দ। সব কাজই মহান। কাজ সবসময় কাজই। কাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। বাদাম বিক্রি ও ট্রাভেল এজেন্সির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাইনি! কারণ দু’টি পেশাই আমার কাছে মহান। আর এমন চিন্তা-চেতনাই মানুষকে বদলে দিতে পারে। আমাদের ছোট একটি বাংলাদেশ- এতো বড় বড় জব পাওয়া সম্ভব নয়। তাই সব হতাশা ছেড়ে যে কোনো কাজে মন দেওয়াই উত্তম।
তিনি আরও বলেন, অনেকে পণ করেন যে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে হবে। এতে করে সবার স্বপ্ন পূরণ হয় না। হতাশা কাজ করে। আবার অনেকে চুরি-ডাকাতিসহ খারাপ পথ বেছে নিয়ে থাকেন। কিন্তু যে কোনো কাজে নিজেকে খুশি রাখতে পারাই ব্যক্তিগত অর্জন। আমি ট্রাভেল এজেন্সিতে কাজ করেছি কিন্তু আমার ভালো লাগেনি। প্রতিদিন রোবটের মতো সময় মেনে চলা আমার জন্য কঠিন ছিল। তবে এখন নিজে কিছু একটা করছি অনেক ভালো লাগছে। বাদাম বিক্রির মধ্যেও স্বাধীনতা আছে...।
লালমাটিয়া মহিলা কলেজে ক্লাস শেষ করে বাসায় ফেরেন কথা। এরপরে বন্ধুদের নিয়ে যেসময় আড্ডা দিতেন সেই সময়ে বাদাম বিক্রি করছেন এই তরুণী।
মেয়ে হয়ে বাদাম বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে তাহমিনা রহমান কথা বলেন, আমি বাদাম বিক্রেতা; অনেকে বিশ্বাস করতেই চান না। কেউ কেউ প্রশ্ন করে বসেন- আমি কি কাউকে সাহায্য করতে (তহবিল সংগ্রহ) এসেছি কিনা। তখন তাদের আমি বলি- আমি নিজেকে সাহায্য করতে এসেছি, আই ওয়ান্ট টু ডু সামথিং।
তিনি আরও বলেন, বাদাম বিক্রি করে কত টাকা আয় হলো বড় কথা নয়। দেশের সব ছেলে-মেয়েদের আমার বার্তা: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫১
কুর্দি আয়লান বলেছেন: আপনাকেও অনেক অনেক
২| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: সব কাজই মহান। কাজ সবসময় কাজই।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫১
কুর্দি আয়লান বলেছেন: কৃতজ্ঞ
৩| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
যোগী বলেছেন:
আই রিয়েরি লাভ হার আ্যা লট।
সি ইজ মাই ইস্প্রিরেশন!
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
কুর্দি আয়লান বলেছেন: কিন্তু উনি যে আপনাকে অ্যা লট অফ লাভ করে না
৪| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
বিজন রয় বলেছেন: ভাল তো!!
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫২
কুর্দি আয়লান বলেছেন: ভালো না
৫| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:৩১
শায়মা বলেছেন: বাহ!!!!!!!!!!
স্যালুট এ্যন্ড গুড উইশ ফর হার!!!!!!!
অনেক অনেক দোয়া কথার জন্য! অনেক ভালোবাসা!
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩
কুর্দি আয়লান বলেছেন: আমাদের জন্য কিছু রাইখেন সব দিলে ট্যাংকি ফাঁকা হয়ে যাবে
৬| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:৩৩
আহলান বলেছেন: সাট্টিফিকেটগুলো ছুড়ে ফেলে দিতে যদি পারতাম ...! সুন্দর কাজ।
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৪
কুর্দি আয়লান বলেছেন: একবার ছুঁড়েই দেখুন না
৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৮:৫৫
গেম চেঞ্জার বলেছেন: ব্যাপারটা ইতিবাচক কোন সন্দেহ নেই কিন্তু তিনি পড়ালেখাকে কাজে লাগিয়ে কিছু করতে পারলে সেটা যত ক্ষুদ্র/ছোট হোক আরো বেশি অ্যাপ্রেসিয়েট করা যেতো। উনার ব্যাপারে অনেকেই বলবেন সস্তা জনপ্রিয়তা লাভের জন্যই তিনি এটা করছেন। কিন্তু উনার সাহস/সমাজের মানুষের দৃষ্টিভঙির ভিত্তিমুলে আঘাতটা অবচেতন মনে এড়িয়ে যাবেন।
@লেখক, লেখাটি বাংলানিউজ থেকে কপি মেরেছেন। সেটা লিখে দিলে ভাল হবে।
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫
কুর্দি আয়লান বলেছেন: বোঝা গেলে দরকার মনে করি না
৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪৫
মিঃ অলিম্পিক বলেছেন: গুড়ম job....
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬
কুর্দি আয়লান বলেছেন: বাগডুম
৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৪
বিপরীত বাক বলেছেন: গরিবের বিলাসিতা বলে একটা কথা আছে বলে শুনেছি।
কিন্তু এটাকে কি বলা যায়?
বড়লোকের _ রং তামাসা নাকি ধনীদের বিচিত্র চিত্ত বিনোদন ?
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬
কুর্দি আয়লান বলেছেন: হা হা হা, মজা পেলাম
১০| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:০৯
আলআমিন১২৩ বলেছেন: ঢাকায় অনেক মেয়েকেই বিভিন্ন কিছু বিক্রি করতে দেখা যায়. Difference is dress and Glamour.এত ভাবাবেগ কি দরকার।
১১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'নারী'-কে এই রূপে দেখতে চাই না। দুঃখিত।
১২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১:৩৭
পাউডার বলেছেন: এগুলা আটেনশন সিকার। আলোচনার কিছু নাই।
১৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ২:৩৫
রাফা বলেছেন: গ্রেট-কথা'কে জানাই সালাম।এটাকেই বলে দেশপ্রেম।আমরা কথায় কথায় অনেক বড় বড় বিদেশি লোকের নাম বলে বাহবা দেই।অথচ আমাদের চারিদিকেই আছে এমন অজস্র মানুষ/কেউ রিকশা চালিয়ে পড়ালেখা করছে।কেই ফলফ্রুট বিক্রয় করছে রাস্তায় দাড়িয়ে।এদেরকে হাইলাইট করতে পারলে আমাদের সমাজের পরিবর্তন অবস্যম্ভাবি।
১৪| ০৫ ই জুন, ২০১৬ ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: ব্যাপারটা ইতিবাচক কোন সন্দেহ নেই কিন্তু তিনি পড়ালেখাকে কাজে লাগিয়ে কিছু করতে পারলে সেটা যত ক্ষুদ্র/ছোট হোক আরো বেশি অ্যাপ্রেসিয়েট করা যেতো। উনার ব্যাপারে অনেকেই বলবেন সস্তা জনপ্রিয়তা লাভের জন্যই তিনি এটা করছেন। কিন্তু উনার সাহস/সমাজের মানুষের দৃষ্টিভঙির ভিত্তিমুলে আঘাতটা অবচেতন মনে এড়িয়ে যাবেন।
@লেখক, লেখাটি বাংলানিউজ থেকে কপি মেরেছেন। সেটা লিখে দিলে ভাল হবে।
বিপরীত বাক বলেছেন: গরিবের বিলাসিতা বলে একটা কথা আছে বলে শুনেছি।
কিন্তু এটাকে কি বলা যায়?
বড়লোকের _ রং তামাসা নাকি ধনীদের বিচিত্র চিত্ত বিনোদন ?
আলআমিন১২৩ বলেছেন: ঢাকায় অনেক মেয়েকেই বিভিন্ন কিছু বিক্রি করতে দেখা যায়. Difference is dress and Glamour.এত ভাবাবেগ কি দরকার।
বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'নারী'-কে এই রূপে দেখতে চাই না। দুঃখিত।
পাউডার বলেছেন: এগুলা আটেনশন সিকার। আলোচনার কিছু নাই।
বল্লো যা জনতা
একি মোর চিনতা;
যতই বলনা বাপু
ভেরি ভেরি মিন তা।
১৫| ০৫ ই জুন, ২০১৬ ভোর ৬:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: @শায়মাপুঃ
খুবতো সেল্যুট দোয়া
উচ্ছাস কি যে !!
এত যদি ইমপ্রেসড্
বেচো দেখি নিজে।
১৬| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
ঠিক।
১৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩০
কল্লোল পথিক বলেছেন: দেশের সব ছেলে-মেয়েদের আমার বার্তা: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
সাধুবাদ জানাই।
স্যালুট তাহমিনা।
১৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫
খায়রুল ইসলাম নাদিম বলেছেন: এইডারে কয় অতি সুখে ভূতে কিলায় ☺☺☺☺
১৯| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫
টোকাই রাজা বলেছেন: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
২০| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: বিপরীত বাক বলেছেন: গরিবের বিলাসিতা বলে একটা কথা আছে বলে শুনেছি।
কিন্তু এটাকে কি বলা যায়?
বড়লোকের _ রং তামাসা নাকি ধনীদের বিচিত্র চিত্ত বিনোদন ?
গেম চেঞ্জার বলেছেন: ব্যাপারটা ইতিবাচক কোন সন্দেহ নেই কিন্তু তিনি পড়ালেখাকে কাজে লাগিয়ে কিছু করতে পারলে সেটা যত ক্ষুদ্র/ছোট হোক আরো বেশি অ্যাপ্রেসিয়েট করা যেতো। উনার ব্যাপারে অনেকেই বলবেন সস্তা জনপ্রিয়তা লাভের জন্যই তিনি এটা করছেন। কিন্তু উনার সাহস/সমাজের মানুষের দৃষ্টিভঙির ভিত্তিমুলে আঘাতটা অবচেতন মনে এড়িয়ে যাবেন।
দুইদিন পরে শখ মিইট্যা যাইব । আবলামি ছাড়া কিছু না এটা!
২১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১
শামছুল ইসলাম বলেছেন: বার্তাটা খুব জোরালোঃ
//তিনি আরও বলেন, বাদাম বিক্রি করে কত টাকা আয় হলো বড় কথা নয়। দেশের সব ছেলে-মেয়েদের আমার বার্তা: ‘চলো কিছু একটা করি’। অলস সময়ে বসে না থেকে দেশের সব কাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত।//
২২| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
হীরামন পাখি০০১ বলেছেন: সব পেশা এবং সব পেশার মানুষ কে সমান ভাবে মূল্যায়ন করা তখনই সম্ভব যখন সবার আয় এবং জীবনযাত্রার মান সমান হবে
তার এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই, কিন্তু কতোদিন এটা চালিয়ে যেতে পারবে সে ব্যাপারে সন্দিহান।
২৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । ভাল থাকার শুভ কামনা থাকল ।
২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালো লেগেছে।
পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: খুবই উপকারী একটি লিখা প্রিয়তে নিয়ে গেলাম । ভাল থাকুন এ শুভ কামনা থ্কল ।