![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুর জন্য বেঁচে আছি!
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনার দিন রাতে রক্তাক্ত এক তরুণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে নানা চ্যানেলে।
পরদিন অপারেশন শেষ হবার পর ১ জঙ্গিকে গ্রেফতার করার কথা ঘোষণা করে পুলিশ। গ্রেফতার হওয়া জঙ্গির নাম 'শাওন'। শাওন নাকি জিজ্ঞাসাবাদে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট গোয়েন্দাদেরকে গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে।
গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় সরাসরি অংশ নেওয়ায় ওই রেষ্টুরেন্টের ভেতর থেকে শাওনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় যাদেরকে জঙ্গি সন্দেহ করা হয় তাদের ব্যপারেও নাকি গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে শাওন।
এবার আসুন, আসল সত্যি জানা যাক!!
কে সে কথিত জঙ্গী????
রক্তাক্ত ওই ছেলেটির নাম জাকির হোসেন শাওন। সে আর্টিজান রেস্তোরাঁতেই দেড় বছর ধরে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করে। বাড়ি নারায়ণগঞ্জের নয়াপাড়ার গোদনাইলে। মায়ের নাম মাহমুদা ও বাবার নাম সাত্তার।
হামলার পর থেকে ছেলের কোনো খবর না পেয়ে শাওনের একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে হলি আর্টিজানের সামনে হাজির হন তাঁরা। সাংবাদিকদের তোলা পুলিশ নিয়ে যাচ্ছে এমন একটি রক্তাক্ত ছেলেকে তাদের চলে শাওন বলে চিহ্নিত করে শাওনের মা-বাবা। এমনকি তাঁদের কাছে থাকা শাওনের পাসপোর্ট সাইজের ছবির সঙ্গেও এর মিল পাওয়া গেছে।
আসুন আমাদের আবাল মিডিয়া এবং পুলিশ কিভাবে শাওন কে জঙ্গী বানিয়ে ফেলে ধরা খেয়েছে তা দেখুন-
চ্যানেল আই তাদের অনলাইন ভার্সনে ৪:৪৮ মিনিটে “গ্রেফতার ‘জঙ্গি’র কাছে অনেক তথ্য, নর্থ-সাউথ শিক্ষকের ল্যাপটপ জব্দ” শিরোনামে একটি খবর প্রচার করেছে।
চ্যানেল আই'য়ের বিকেল ৪:৪৮ মিনিটের খবর
ফেসবুকে চ্যানেল আইয়ের শেয়ার করা নিউজ
তার ঠিক কিছুক্ষণ পরেই প্রথম আলো “ছেলের খোঁজে আর্টিজানের সামনে মা-বাবা” শিরোনামে নিউজ করে।
ক্লিক করে দেখুন প্রথম আলোর নিউজটি।
প্রথম আলোর বিকেল ৫:২৫ মিনিটের খবর
ফেসবুকে শেয়ার করা প্রথম আলোর নিউজ
দেখুন কিভাবে দুইটি মিডিয়ার সম্পূর্ণ আলাদা নিউজে প্রকৃত সত্যি বেরিয়ে এসেছে৷
এখন প্রশ্ন হলো, কি এমন আড়াল করার জন্য একটি সহজ সরল ছেলেকে “জঙ্গী” ট্যাগ দিয়ে ফাঁসানো হলো??
অপারেশনের পর থেকে যে একজন জঙ্গী মিসিং সে তাহলে কে??
সে কি নর্থ সাউথের হাসনাত করিম??
নাকি ফারাজ হোসেন???
সংগৃহীত
২| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩০
বিলিওনার বলেছেন: অবস্হা দেখে মনে হয় সব বাঙালিই সব বিষয়েয় পিএইহডি করা এক্সপার্ট। আগে চা দোকানে থিওরী ঝাড়তো এখন ঝাড়ে ফেসবুকে।
৩| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২
রায়হানুল এফ রাজ বলেছেন: চ্যানেল আই তো সকারের কথা বলে। তাদের কাছে সাধারণ মানুষ কিছু না।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৩
বিলিওনার বলেছেন: মিসিং জংগী কে তা জানিনা তবে সবাই যে হুজুগে বাঙালি তা বুঝতে পারি!