![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
একটা প্রভাত হবে,
যেখানে বেওয়ারিশ কুকুড় আর পথ শিশু-
অভিজাত প্রাত যাত্রায় বের হবে।
একটা প্রভাত হবে,
যেখানে বর্ণহীন কাকগুলো-
বৈদ্যুতিক তারের উপরে বসে একটা ক্ষতবিক্ষত লাশের জন্য হাহাকার করবে।
একটা প্রভাত হবে,
যেখানে ঘুমার্ত চোখে অষ্টাদশীরা খোলা চুলে-
নির্ভীক যাত্রা করবে।
একটা প্রভাত হবে,
যেখানে আযানের ধ্বনি, শাখের সুর আর ফাদারের ঘন্টায়-
মিশ্রিত কোলাহলের জন্ম হবে।
একটা প্রভাত হবে ,
মধ্যবিত্তের মোটরযানের কার্বন নিঃসরনের।
একটা প্রভাত,
শুধুমাত্র একটা প্রভাত !
অষ্টাদশী প্রেমিকা ,
কুরআন-বাইবেল-গীতা,
হামদ-নাত-রবীন্দ্র সঙ্গীত,
আস্তিক-নাস্তিকের নিরুত্তাপ বাহাস,
আজাদ-তসলিমা-শামসুর রহমান,
সমান ও সমান্তরাল।
স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখে যাই,
একটা প্রভাতের।
©somewhere in net ltd.