![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
প্রিয়তমা তুমি ঝড় হবে বলে,
আমি সাইক্লোনের নেশায় মেতেছিলাম ।
প্রিয়তমা তুমি কবি হবে বলে,
আমি কবিতার মায়াজালে জড়িয়েছিলাম ।
প্রিয়তমা তুমি কাক ভালবাসো,
আমি কোকিল ছেড়ে দিয়েছি ।
প্রিয়তমা তুমি নাগরিক কোলাহল ছুটি দিয়েছিলে,
আমি নিস্তব্দ চিলেকোঠায় আবদ্ধ হয়েছিলাম ।
প্রিয়তমা-
আমি রুদ্র ভালবাসি,
তোমাকে তসলিমা হতে বলেছিলাম ।
আমি শরৎ এর কাশফুল ছুয়ে দেখেতে চেয়েছিলাম,
তোমাকে আকাশ হতে বলে।
তুমি শুভ্র-
আমি অর্ঘ্য।
আমি কবি-
তুমি কবিতা।
প্রিয়তমা-
বিশৃঙ্খল বাতাসে ভেসে বেড়ানো তোমার চুল,
ল্যাম্পপোষ্টের নিয়ন আলোয় তোমার মুখায়ব-
আর তুমি ।
জীবনের শ্বাশত সত্য ,
যা অবিনশ্বর,অপরিবর্তনীয় ।
প্রিয়তমা-
যাহা ফুল,
তাহা ভুল,
হেরিয়াছো শত কূল-
আর কত শুধিবে মাশুল ।
হে শান্তি পরমাত্না-
তুমি নাকি বিধাতা ।
তব ভুল জন্মের অন্যসময়ে-
কেন প্রিয়তমা ?
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
আসাদ ইসলাম নয়ন বলেছেন: দারুন লাগলো ।