![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
আমাদের দেশে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর উদ্যোগে গড়ে উঠেছে বেশকিছু হাসপাতাল,ফার্মাসিউটিক্যালস।
যার সঙ্গে ইবনে সিনার মতো এক বিশ্ব-বরেণ্য বিজ্ঞানীর নাম জড়িত । যে ইবনে সিনা ছিলেন মধ্যযুগে মুক্তবুদ্ধি ও বিজ্ঞান চর্চার পথিকৃৎ । কুসংস্কার ও অন্ধতার বিরুদ্ধে তিনি সবসময় সযাগ ছিলেন ।
ধর্মের অনেক মৌল প্রত্যয়ের প্রতি ইবনে সিনা অনাস্থা প্রকাশ করেছিলেন কারন তা চূড়ান্ত যুক্তি ও বিজ্ঞান বিরোধী বলে । এ জন্যে তার সমকালে তিনি চিহ্নিত হয়েছিলেন ধর্মদ্রোহী নাস্তিক হিসেবে। নির্যাতিত হয়েছিল মোল্লাতন্ত্রের হাতে , এমনকি তাকে কারাবন্দী করা হয়েছিল শেষমেশ দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল । মৃত্যুর আগে চরম অসহায় অবস্থায় ইবনে সিনা খোদাকে ইঙ্গিত করে লিখেছিলেন
" আমাকে চালনা করতেন যে কর্তাটি , তিনি তো নিজেই অসহায় "
বর্তমানে সেই ইবনে সিনাকেই মোল্লাতন্ত্রের পৃষ্ঠপোষক জামাত পেটেন্ট হিসেবে নিয়েছে।
পুনশ্চ-
আমি নিশ্চিত ১০০ বছর পরে এই মোল্লারাই হুমায়ুন আজাদ,সালমান রুশদীর নামে মাদরাসা খুলবে । কারন তখন বুঝতে পারবে যে ওদের গোড়ামীগুলো তারাই তুলে ধরেছিলেন।
এবং এখন যেমন ইবনে সিনার নামের অপব্যাবহার হচ্ছে তখন ওটাও অপব্যাবহার হিসেবেই চিহ্নিত হবে ।
শাহবাগে যখন বলা হতো-
" ই তে ইবনে সিনা- তুই রাজাকার , তুই রাজাকার "
তখন আমি চুপ থাকতে বাধ্য হতাম।
১০০ বছর পরেও হয়তো স্লোগান উঠবে
" হ তে হুমায়ুন আজাদ - তুই রাজাকার , তুই রাজাকার "
তখন ও হয়তো সমাবেশের কোনে চুপচাপ কেউ দাড়িয়ে নীরবে চোখের জল মুছবে ।
হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন " সব কিছুই নষ্টদের অধিকারে যাবে "
হুম স্যার এমনকি আপনি নিজেও মূর্খ,অথর্বদের দখলে চলে যাবেন। ওরা যত্র তত্র আপনার নাম,প্রবচন ব্যাবহার করবে ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০২
রাব্বি রহমান বলেছেন: মুক্ত চিন্তার জয় একদিন হবেই...
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৭
জয় অপূর্ব বলেছেন: "হুম স্যার এমনকি আপনি নিজেও মূর্খ, অথর্বদের দলে চলে যাবেন!"
দারুন বলেছেন! তবে আশা রাখি, মুক্ত চিন্তার জয় একদিন হবেই...