![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
তুমি বিষন্ন হলে
আকাশ বিবর্ণ হয় ,
মেঘ জমে -
কিন্তু বৃষ্টি হয় নাহ ।
পাখিরা চুপ হয়ে যায়
কিন্তু নীড়ে ফেরে না।
তারারা আলো দেয় না,
অথচ আকাশে জোৎসনা থাকে ।
তোমার একলা লাগের দিনে
সহস্রাব্দের নিষ্ঠুরতা নেমে আসে ।
সময় থেমে যায়-
অনুক্ষণ ক্ষত-বিক্ষত করে ;
ঘুমেরা পারি জমায় অচিনপুরে-
নির্ঘুম চোখ তাকিয়ে থাকে
তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে,
মুহূর্তেই বীভৎস স্বপ্নে আঁতকে ওঠে-
হারাবার ভয়
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল । + + ।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৪
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লিখেছেন
কবিতা ভাল লাগা জানি্য়ে গেলাম + +
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৩
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০২
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ সকলকে.
৫| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।
১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ....পাশে থাকলে চালিয়ে যেতে পারবো
৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । চালিয়ে যান ।
শুভেচ্ছা
১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২২
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৩
জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন!