![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
কি দিয়েছি তোমায় ?
আমার হৃষ্টতা,
একুশটি অব্যক্ত বসন্তের কথামালা,
ক্ষয়া মস্তিস্কের বিকিরণ।
বালিকা-
তোমাকে হলুদ পাখি ভেবে ভুল করিনি-
আমার দিগন্ত বিস্তৃত খোলা আকাশ ।
আসো , আমার বুকে ডানা ঝাপটাও !
উড়ো , আমাকে ধন্য করো !
বালিকা -
তুমি পথ দেখিয়েছো,
হাসতে শিখিয়েছো,
জীবনকে ভালোবাসতে শিখিয়েছো।
হলুদ শাড়ি,
ক্ষীণ দেহ,
অপরূপ মন,
আমাকে গ্রহন করো-
ঋন মুক্ত করো।
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭
রাব্বি রহমান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লাগলো ।