নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমি একই সাথে প্রেমিক এবং বুর্জোয়া

রাব্বি রহমান

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

রাব্বি রহমান › বিস্তারিত পোস্টঃ

ধর্মচক্র

০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ঐ অন্তিম শয্যার ক্ষনে,
তোমার ঘারে থাকবে অদৃশ্য অজস্র বিশুদ্ধ নিঃশ্বাস।
আজ তোমার হাতে নিউক্লিয়ার অস্র,
নৃশংস হত্যাকান্ড চালিয়ে যাও!

এ কেমন হিমোগ্লোবিনের আসক্তি-
তোমার দেবতা কি এতটাই হিংস্র?
অসহায় হোমোসেপিয়েন্সের রক্তপাতে যে উল্লাসিত হয়,
কেমন ধর্ম দর্শন তাহার?
তোমার দেবতা দানবের মহিমামন্ড করে।

সভ্যতার পুনরাবৃতি ঘটে বারংবার,
ক্ল্যাশ-অব-দ্য সিভিলাইজেশন শুধুই তাত্বিকতা কিংবা মিথ নয়।

জেনোসাইডের রাত্রির বেওয়ারিশ লাশ-
অদৃশ্য চিরঞ্জীব।
তোমার দেবতার ধর্ম চক্র -
অধর্মের অন্ত,
যুগে যুগে অবশ্যম্ভাবী।

ধর্মচক্রের রক্তস্রোতে-
মানব ধর্ম চিরকাল প্রবাহমান

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++

২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৭

রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.