![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
কাব্য লিখে আজ প্রকৃতি প্রেমী –
কাব্যে ভিজে যাও,
বৃষ্টির জলে ভেজোনা।
নাগরিক-সর্দি আর নাগরিক-জ্বরে আমি অবহেলিত,
অভিমানে আজ এসিড রেইন হয়ে ঝড়ি।
হে নাগরিক ,
তোমার জন্য ,
তোমাদের জন্য আমার ঝরে পড়া।
তোমরা আমাতে ভেজো না।
আমি তোমাদের কাছে আসতে পারিনা-
নাগালের বাইরে বন্দী থাকি ।
ঈশ্বর আগন্তুকের বেশে নগরীতে নেমেছিল –
ক্ষুধার্ত ঈশ্বর , কামার্ত ঈশ্বর ,
ঘরছাড়া ঈশ্বর , তৃণমূল ঈশ্বর ,
মাতাল ঈশ্বর ।
ব্লাসফেমিতে নরক প্রাপ্তির পূর্বেই –
আপিলের রায়ে তারা মুক্তি দিয়ে গেছে ।
এরপর স্বর্গ নরকের সমীকরনে –
আর কোন দিনই তাদের সাথে তর্ক হবে না ।
নাগরিক,
তোর সাহস টাকে মনোপলির মার্কেটে বেচে দিস না।
সাহস হারালে আর হারানোর কিছু থাকে না –
সর্বশক্তিমান দোপেয়ে জানোয়ারদের ।
২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৬
রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +
ভালো লাগলো খুব।
অনেক শুভেচ্ছা।
২৭ শে জুন, ২০১৫ রাত ২:১৬
রাব্বি রহমান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০২
ফারিয়া বলেছেন: স্বর্গ বা নরক সে কথা বহুদুর,
মানুষের মাঝে বেঁচে থাকে সকল প্রচুর।