নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

আমি একই সাথে প্রেমিক এবং বুর্জোয়া

রাব্বি রহমান

যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!

রাব্বি রহমান › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

স্বীকার করে নিয়েছি তো আমি পরাজিত , তুমিই জয়ী ।
তুমি বিজয়ী সর্বেসর্বা ,
তুমি পরালৌকিকতা ,
এবার খুশি তো ?

ক্ষুদে বার্তা থেকে ভার্চুয়াল অক্ষর যদি সাহিত্য হয়ে যায় ,
তবে দোষ কি আমার কবিতার ?

আমি তো কবি নই ,
আমার কিছুই কবিতা নয় ,
তুমিই কবিতা ভাবো
আবার আমাকে মূর্খ কবিও ডাকো ।

কসম আমি কবি নই ,
আমার কিছুই কবিতা নয় ।
সব কিছুই তুমি -
আর তোমার ভাবনা ।

আমার কতটা পরাজয়ে তোমার চূড়ান্ত বিজয় হবে ?
আমি কতটা নিঃশেষ হলে হলে তুমি সম্পূর্ণ হবে ?
তুমি তো সুখ ফেরি করে বেড়াও ,
তবুও অসুখী আমার দড়জায় কেনো বার বার ?
কেনো বারবার ?
বিষাদের কবিতা নিয়ে হাজির হও ?

প্রিয়তমা নিউয়র্কের আন্তর্জাতিক বইমেলায় ,
আমি উৎসর্গীত বই বের হয়েছিলো ।
বাংলা একাডেমীর বইমেলাটা তোমার ,
আমাকে ধিক্কার দিয়ে তোমার বই আসুক ।
স্মৃতি রক্ষন না করো ভক্ষন তো করবে ,
নাকি আজীবনই মাঝ রাতের ঘুম কেড়ে নিবে আমার ?

শপথ কবিতার ,
তুমি বিজয়ী ,
তোমার কবিতা বিজয়ী ,
তোমার স্বপ্ন বিজয়ী ,
হেয়ালীপনার শিল্ডটা তোমার ,
তুমিই ওটার একমাত্র উত্তরাধিকারী ।

------------------------------------------------
০১০২২০১৫
৩টা ১০ ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.