![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে কাব্যে ছন্দ নেই,যে সাহিত্যে রস নেই,যে প্রবন্ধে শিক্ষনীয় কিছু নেই,যে দর্শনের নিতীগত দিক নেই,আমি উহাসমগ্রের পাঠক।বরাবরই স্রোতের বিপরীতে চলাচল করে আসছি।আমি নকল সায়ানাইডের ফাদে পরে পার পেয়ে যাওয়া এক যুবক !!!
ত্রস্ত পদে সন্ত্রস্ত হয়ে হেটে হেটে ,
বাতাস হয়ে বাতাসের গন্ধ নিতে চেয়েছিলাম ।
বরাবর হতাশ হয়েছিলাম ,
উর্ধস্বাসে পালাতে চেয়েছিলাম ।
ভীত হয়েছিলাম ,
হৃত হয়েছিলাম ,
প্রীত হয়েছিলাম ,
মৃত হয়েছিলাম ।
ভ্রান্তির পরত এ শ্রান্তির শরৎ এ উড়তে উড়তে ,
মাটি হয়ে মাটিতে মিশতে চেয়েছি ।
ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়েছি,
গোলক ধাধায় ঘুরেই গিয়েছি ।
হেরেছি ,
জিতেছি ,
ধরেছি ,
ছেড়েছি ।
নিন্দুকের নিন্দায় নিন্দিত হতে হতে ,
ময়লা হয়ে ময়লা ধুয়ে ফেলবো।
সজীব একটা নিঃশ্বাস নেবো ,
হেরেও জিতে যাবো ।
করবো ,
লড়বো ,
হারবো ,
জিতবো ।
-------------------
০৩০২২০১৫
রাত ৩:৪৮
©somewhere in net ltd.