![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্যরকম মানুষ!
আসলেই এই গেবনটা আস্ত একটা ফহিন্নি!
গার্লফ্রেন্ড চাইছিলো আমি যেন মিস্টার পারফ্যাক্ট হই। কিন্তু হয়ে গেলাম মিস্টার বিন।
স্যারেরা চাইছিলো আমি যেন অনেক বড় হই। হুম, হইছি। অনেক বড় ভাদাইম্মা হইছি।
গ্রামের সুশীলরা চাইছিলো আমি যেন নম্র ভদ্র হই। কিন্তু আমি হইছি এক নাম্বার ফাজিলের হাড্ডি।
কেউ কেউ চাইছিলো আমি যেন বিখ্যাত পদার্থবিদ হই। কিন্তু আমিতো নিজেই একটা কুখ্যাত অপদার্থ।
আব্বু-আম্মু, আংকেলরা চাইছিলো যেন MBBS ডাক্তার হই। কি ভাবতেছেন? এটাও হতে পারি নাই?না, MBBS হতে পারছি। যখন-
M= মা
B= বাবার
B= বেকার
S= সন্তান
Happy MBBS Life!
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: না রে আফা! জীবনটা কন্টক সজ্জা। জীবন মানেই দায়িত্ব। নিজে বেঁচে অপরকে বাঁচিয়ে রাখা। জীবন শুধু এনজয় করাও এক ধরণের ভাদাইম্মাগিরি।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
দিগন্ত জর্জ বলেছেন: স্যারেরা চাইছিলো আমি যেন অনেক বড় হই। হুম, হইছি। অনেক বড় ভাদাইম্মা হইছি। হা হা হা..এইডা পুরাই এপিক। আমাল লগে মিল্লে গেলগা...
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: বুকে আহেন ভাই। আম্রা আম্রাই তো! ;-)
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯
কল্লোল পথিক বলেছেন: এটাও কয়জনে হতে পারে
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেছেন: ফিলিং- গর্ভবতী :v
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২
বনমহুয়া বলেছেন: যতই কন এই লাইফের তুলনা নাই।
জীবন কি শুধুই খাওয়া আর পরার জন্য। লাইফ ইজ ফর এনজয়। সে যেভাবেই হোক না কেন। ভালো আছেন ভাই। আরও ভালো থাকেন।