| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন
অন্যরকম মানুষ!
আমি জানি আর কয়েকটা দিন পরে
জীবন থেকে চলে যাবে বহুদূরে করে আমায় শূণ্য।
তবুও আমার মনটা বাসছে ভালো
আরো বেশি বাড়ছে মায়া তোমার জন্য।
ভালোবাসা তুমি এক অবাধ্য নীলপরী,
আর তুমি সেই ভালোবাসার প্রথম ও শেষ অপ্সরী।
তাই ভালোবেসেছি, ভালোবাসছি তোমায়, ভালোবেসে যাবো আজীবন
নাইবা ফিরে তাঁকালে, দুটি হাত বাড়ালে, নাইবা করলে আমাকে স্মরণ।
তোমার বিদায়ে আমার হৃদয়ে শুরু হয়েছে অঝর বৃষ্টি,
সূর্য্যের হাসি তাই চাপা পড়ে আছে হয়েছে হাজার মেঘের সৃষ্টি।
এই বৃষ্টির দিনে বিরহ স্মৃতি ভেসে ওঠে আমার মনের পটে,
আজ মনে যায় প্রেয়সী তোমায় প্রথম স্পর্শ তোমার ঠোঁটে।
তাই আমি ভুলিনি তোমাকে ও মহিনী, ভুলবনা হলেও মরণ
এখনও লেগে আছে তোমার স্পর্শ ঠোঁটে, তুমি কি তা কর না স্মরণ?
©somewhere in net ltd.