নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

দুঃসাহসিক লজ্জা

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে নিয়ে এডিট করা)

পরম শ্রদ্ধেয় বড়ভাই,
আশা করি মহান রাব্বুল আল-আমিনের অশেষ রহমতে সুস্থ্য এবং সুন্দর আছেন। জানি অবাক হচ্ছেন আপনাকে লিখার ধৃষ্টতা দেখাচ্ছি বলে। ধৃষ্টতা হেতু প্রথমই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাকে লিখা আমার মানায় না। কিন্তু বিগত প্রায় সুদীর্ঘ সময় আমি ব্লগে অনুপস্থিত থাকার পরও আপনি অধিকাংশ সময় শত নয়, কোটি ব্যস্ততার মাঝেও আমার ব্লগবাড়ি পরিদর্শন করেছেন এবং মহামূল্যবাণ মন্তব্যে তার স্বাক্ষর রেখে চলেছেন। এই বিষয়টি আমাকে ভীষণভাবে আকর্ষিত, গর্বিত, লজ্জিত, কৃতজ্ঞ করে চলছে।

হে সুশিক্ষিত,
সত্যি বলতে ব্লগের আর সব শ্রদ্ধেয় ব্লগারগণের চাইতে আপনি এবং আলী ভাইয়ের প্রতি শ্রদ্ধাটা অধিক ভয় মিশ্রিত। ভয় এজন্যেই যে আপনারা দু'জন পুরোই ভিন্ন ধাচের। সামুর চলমান ধাচ তথা ক্যাচালের উর্দ্ধে। সামুর ট্রেন্ড কখনও আপনাদের স্পর্শ করতে পারেনি। বুড়িগঙ্গা দিনেদিনে দূষিত হলেও অনেক স্থাপত্যকলা যেমনি সমহিমায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, ব্লগের ক্ষেত্রে আপনারা অনেকেই ঠিক তেমনি সমহিমায় বিরাজমান। তাই কখনও আপনাদের সঙ্গে রসায়নটা তেমন জমজমাট হয়ে উঠেনি, কিংবা সেই সময়ও আপনাদের নেই। তাই ভয়ে ভয়েই সর্বদা আপনাদের দূর হতে সম্মান করে চলেছি। সেই আপনি আমি নাদানের ব্লগবাড়ি পরিদর্শন এবং মন্তব্যতো নির্দ্বিধায় গর্বের বিষয়! সেইসাথে এইজন্যেই লজ্জিত যে, আপনার অনেক মন্তব্যেরই জবাব আদ্যবধি দেওয়া হয়নি। আর এই অপারগতাই মূলত আপনাকে লিখার জন্যে দুঃসাহস যুগিয়েছে। এই পর্যায়ে অন্যকেউ হলে কেনো আমি অপারগ তথা ব্লগে অনুপস্থিত সেই বয়ান প্রদান করতাম। কিন্তু যেহুতু আপনাকে লিখছি তাই অর্থহীণ জটিল আলাপচারিতা আপনার ব্যক্তিত্ব বিবেচনায় পরিহার করা কর্তব্য।

প্রিয় জীবনযোদ্ধা,
আপনার জীবনমিশ্রিত লিখাগুলো আমার মতো সস্তা রস খুঁজে চলা মধুকরের জন্যে জ্ঞাণের আধার এবং অতি উচ্চমার্গীয় রচনা। তাই ভয়ে আপনার মতো আপনার লিখার সঙ্গেও এক অদৃশ্য দূরত্ব বিদ্যমান। পাছে সঠিক মর্মোদঘাটনে ব্যার্থ হই! সেই ভয় কখনো আমার পিছু ছাড়েনি। তাই ইচ্ছা থাকলেও আপনার লিখা পাঠ করেও মন্তব্যদানে বিরত রয়েছি। আর সাহস করে যদিওবা মন্তব্য করে ফেলেছি তা ছিলো পরীক্ষার ফলাফলের আগের রাতের ন্যয় সুদীর্ঘ আতংকের। কেননা, আর সবার মন্তব্যের উত্তর দ্রুত পেলেও আপনার জন্যে অংক কষতে হতো। কারণ, আপনি নিজস্ব নিয়মে সুদীর্ঘ সময় নিয়ে প্রতিমন্তব্য করে থাকেন। ব্যাপারটা ভীষণ উপভোগ্য, কিন্তু ভীতসন্ত্রস্থ আমার জন্য বিষয়টা আরো ভয়ংকর!!!

সম্মানিত অগ্রজ,
এই পর্যায়ে ইতি টানার চাপ অনুভব করছি। কারণ, ইতিমধ্যে আপানার গুরুত্বপূর্ণ অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। লিখা আরো বড় করে আপনার ধৈর্য্যচ্যুতি ঘটাতে চাচ্ছিনা। তবে যা না বললেই নয়, আপনাদের মতো আলোকবর্তিকার সঠিক মূল্যায়ণ না হওয়া ভীষণ ব্যাথিত করে। জানি আপনি এসব মূল্যায়ণের ধার ধারেন না। কিন্তু অর্বাচীনদের করা অবমূল্যায়ণ যে ভীষণ ব্যাথিত করে! তাই শেষে এই বলে বিদায় নিচ্ছি যে, এই অধমরে যদি পারেন ক্ষমা করে দিয়েন।
আল্লাহ্ সবার সহায় হোন।

বি. দ্র.- ভাইরে বেশ কিছুদিন ধরে ব্লগে দেখছি না। তাই পোস্ট করলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬

জুন বলেছেন: আমার নামেও এমন একটা লেইক্কেন জটিল ভাই #:-S

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১

জটিল ভাই বলেছেন:
অবশ্যই লিখতাম। মাগার আপনার লগেতো রসায়ন নাই :P
তাছাড়া আপনি নিজেইতো নিজেরে চিনেন না! একবার আমার এক পোস্টে "জুনাপি" লিখছিলাম। আর আপনি আসি জিগান "জুনাপি কেডা?" =p~
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন :)

২| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬

জুল ভার্ন বলেছেন: সত্যিকার অর্থেই খায়রুল আহসান ভাই সর্বজন শ্রদ্ধেয় একজন স্বজ্জন, গুণী মানুষ।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৯

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ প্রিয় ভাই। নিশ্চই ব্লগারগণ সত্যিকার মানুষের সঠিক মূল্যায়ণ করে থাকেন।

৩| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

জুন বলেছেন: খায়রুল আহসান এর সাথেও তো রসায়ন নাই তাইলে :-*
চিডি লিখতে রসায়ন লাগেনারে শুধু কাগজ কলম হইলেই হয় /:)

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১২

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা...... রসায়ন নাই কেডা কইছে? তাইলেতো আপনে চিডির মর্মই বুঝেন নাই! হায়রে আফামনি! =p~
আর কাগজ-কলমের দিন এহন আছে? তয় চাইলে আপনিও কিন্তু আমারে লিখতে পারতেন :-B

৪| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা সবাইকে আশা করি।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩

জটিল ভাই বলেছেন:
তাতো অবশ্যই। কিন্তু দুঃখ যে, সবাইকে সমভাবে মূল্যায়ণের সুযোগ পাইনা :(

৫| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগারের কাছে আপনার চিঠি লেখার বিষয়টা আমার ভাল লিখেছে।আশা করি অনেকের কাছেই আপনার চিঠি পৌছে যাবে।
খায়রুল আহসান ভাইয়ার এটা একটা বড় গুন যে উনি অনেক পুরানো লেখা পড়ে সেটাতে আন্তরিকতার সাথে মন্তব্য করেন।
আমার এমন অনেক পুরানো লেখায় উনি মন্তব্য করেছেন যা আমাকে মাঝে মাঝে অবাক করেছে।
ভাইয়া তো মনে হয় বিদেশে আছেন,দেশে ফিরেছেন কিনা জানিনা।যেখানেই থাকুন উনি সব সময় ভাল থাকুন সে কামনায় করি।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০

জটিল ভাই বলেছেন:
আন্তরিক মন্তব্যের জন্যে অশেষ জটিলবাদ প্রিয় ভাই।

খায়রুল আহসান ভাইয়ার এটা একটা বড় গুন যে উনি অনেক পুরানো লেখা পড়ে সেটাতে আন্তরিকতার সাথে মন্তব্য করেন। আমার এমন অনেক পুরানো লেখায় উনি মন্তব্য করেছেন যা আমাকে মাঝে মাঝে অবাক করেছে।

আপনি বিষয়টা সুন্দরভাবে ধরতে পেরেছেন। সত্যি বলতে এই বিষয়টাই আমাকে বেশি আকর্ষিত করেছে। অনুপস্থিত সময়ে আর কারো মন্তব্য না পেলেও, উনার সুন্দর ও সাবলীল মন্তব্য নিজের মূল্যায়ণ বুঝিয়েছে। সত্যি সেটা পরম সৌভাগ্য ♥

তাছাড়া আমার লিখা অনেক চিঠিই অলরেডি প্রাপকের কাছে পৌঁছেছে এবং তা সদরে মূল্যায়িত হয়েছে। ক্ষুদ্র নিজের এতোটা গ্রহণযোগ্যতা কখনো উপলব্ধি করিনি। সত্যিই এটা গর্বের বিষয় বটে।

আল্লাহ্ আমাদের সকলের সহায় হোন।

৬| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: একটু টাইপো হয়ে গেছে, ভাল লিখেছে-ভাল লেগেছে হবে ।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১

জটিল ভাই বলেছেন:
সমস্যা নেই ভাই। এটা স্বাভাবিক। টেনসন নেবেন না।

৭| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪

নতুন নকিব বলেছেন:



চিঠিটা পড়লাম। ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬

জটিল ভাই বলেছেন:
আপনাকেও আন্তরিক জটিলবাদ জানাই প্রিয় ভাই :)

৮| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: আমাকে উদ্দেশ্য করে লেখা আপনার চিঠির প্রাপ্তিস্বীকার করছি। আপনাকে অশেষ ধন্যবাদ, আমাকে স্মরণ করার জন্য।
আমি এখনও প্রবাসে অবস্থান করছি। দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, শঙ্কিত ও পীড়িত ছিলাম। সে কারণেই ব্লগ থেকে আপাততঃ নিজেকে ‘excuse’ করেছিলাম।

২৩ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

জটিল ভাই বলেছেন:
মন্তব্যের জন্যে আন্তরিক জটিলবাদ জানবেন প্রিয় ভাই। যাক, আপনার অবস্থান সম্পর্কে জেনে ভালো লাগছে। নির্বিঘ্নে আর সুস্থ্যভাবে প্রবাস হতে দেশে ফিরুন সেই প্রত্যাশা। আল্লাহ্ সবার সহায় হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.