নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিচ্ছুটি বলার নাই.......

জটিল ভাই

ঝটট্রিল সব জটিলতা

জটিল ভাই › বিস্তারিত পোস্টঃ

পা\'পি সমাচার

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে নিয়ে এডিট করা)

প্রিয় জুনাপি,
আপনার অনুরোধে আপনাকে লিখছি। যদিও এটাকে অনেকে ফরমায়েশি পত্র বলিয়া জ্ঞাণ করিবে, তথাপী আমি কিন্তু আপনাকে ইহা মন হতেই লিখছি। যদিও মন অনেক কিছুই লিখিতে চাচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে আমি তেমনকিছু লিখতে পারছি না। কারণ আপনার সঙ্গে আমার সেভাবে ইন্টারেকসনের বড্ড অভাব। আর তাই আপনার সম্পর্কে আমার জ্ঞাণের মুটামুটি ভালোই অভাব। তাছাড়া আপনার লিখা প্রতিনিয়ত আসেনা বলে সেভাবে আপনার লিখা সম্পর্কেও সম্যক অবগত নই। তারপরও মনে ভয় নিয়েই আপনাকে লিখছি।

আচ্ছা, একটা গোপন কথা আপনাকে শেয়ার করি। আপনার নিক তথা “জুন” দেখে ধারণা করেছিলাম আপনি ষোড়শী। তারপর কিছু পড়ে মনে হয়েছিলো আপনি শ্যাম্পুর সমসাময়িক হবেন। তবে সোনাগাজির সঙ্গে আপনার তখনকার মন্তব্যের আদান-প্রদান দেখে সব ধারণা পাল্টে যায়। মনে হয় আপনি সোনাগাজির সমসাময়িক। আমার ধারণা, সমসাময়িক ব্যতীত উহাকে ডিল করা বড্ড কঠিন। তছাড়া আপনার কমেন্টর সাইজও দেখতাম সোনাগাজির মতো ছোট। আমি কিন্তু সাইজ বলতে সোনাগাজির কমেন্টের সাইজকে বুঝিয়েছি। যদিও এখন সোনাগাজির আসলরূপ আপনার কাছে প্রকাশ ঘটেছে, কিন্তু আমি তখনকার কথা বলছি। আমার ধারণা বয়স হলে মানুষ দীর্ঘ মন্তব্য খুব একটা করতে পারেনা। আর তখন মন্তব্যগুলোও হয় অগোছালো।

আরেকটা গোপন কথা বলি। আপনারা যারা আপারা আছেন তাদের বয়ঃক্রম আমার কাছে এমন যে,

জুনাপি> রবেয়াপা> লায়লাপি> পনিপ্পা> তানিয়াপ্পি> করুণাধারাপা> আভী> সোহানীপা> শ্যাম্পু> আয়নাঘর> ফারহানাপি> সয়েমাপি> নাজনীনাপি> নাজিয়াপি> বিপাশাপি

বয়ঃক্রমটা নেহাৎই আমার মনের কল্পনা। বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নাই। মূল বয়স এখানে ধর্তব্য নয়। মূলত নাম শুনে আর কিছু ক্যারেক্টর মিলিয়ে মনের মাঝে যাকে যেমন বয়সের আঁকা হয়েছে তারই ধারাবাহিকতা এখানে দেওয়া হলো। মনে না আসায় কিছু নাম বাদ পরেছে।

এখানে একটা জিনিস বিশেষভবে উল্লেখ করছি যে, “ফারহানা শারমিন” আপার নামটার মাঝে কেমন যেনো একটা বাচ্চা-বাচ্চা ভাব খূঁজে পাই। নামটা শুনলে কেমন একটা বাচ্চা মনে ভাসে। আর “জুন” নামটা কেনো যেনো মাঝামাঝি একটা ফিল নিয়ে আসে। মনে হয় না গ্রীষ্ম, না শীত টাইপের কিছু। হয়তো জুন মাস বছরের মাঝামাঝি বলেই এমনটা হয়।

তবে আপা, আপনাদের নিয়ে খুব ভয়ে-ভয়ে ঘাটাঘাটি করি এজন্যে যে, পরেনা আবার দেখি যে সবই শ্যাম্পুর মাল্টি! হয়তো যে লিস্ট দিলাম সেখানেও একাধিক মাল্টি আছে। ততে অবাক হবোনা! শ্যাম্পু আমার মাল্টির ধারণাই পাল্টে দিয়েছে। তাই মাঝেমাঝেই নিজের নিকটা খুব ভালো করে চেয়ে-চেয়ে দেখি আর ভাবি, আমি কার মাল্টি? যদি কোনোদিন এমন হয় যে জানতে পারি, সোনাগাজি শ্যাম্পুর মাল্টি, সেদিন ব্লগে হয়তো রক্তগঙ্গা বয়ে যাবে! =p~ যদিও এটা আকাশ-কুসুম! কিন্তু নির্ঘাত এই অংশের জন্যে শ্যাম্পু লাঠি নিয়ে তেড়ে আসবে। হয়তো শ্যাম্পু ছায়ামডুর প্রভাব খাটিয়ে আমায় বান-বুনও মারতে পারে! :P

তা এখন দেশে না বিদেশে আছেন? যেখানেই থাকুন, সাবধান আর সুস্থ্য থাকুন। সেইসাথে চোখ-কান খোলা রেখে চলুন, যেনো নেক্সটটাইম সালমান এফ রহমানের সাথে এক ফ্ল্যাইটে এলে চিনতে পারেন। অবশ্য এই চিনতে না পারার কারনেই আপনাকে উহার সমসাময়িক বলে জ্ঞাণ করে থাকি। :P

আজ আর নয়। যেসব উল্টা-পাল্টা লিখেছি তার জন্যে নির্ঘাত শ্যাম্পু ক্যালাবে। সেক্ষেত্রে আপনার নিকটে একটু সেল্টার চাই। আশা করি সেল্টার দিয়ে বাধিত করবেন। আপনার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি।


পূর্বে যাদের লিখেছি
নতুন নকিব ভাই
পদাতিক ও গেঁয়ো ভূত ভাই
শেরজা তপন ভাই
সোনাবীজ ভাই
জুল ভার্ণ ভাই
সাড়ে চুয়াত্তর ভাই
ছবি আভী

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২২

জুন বলেছেন: এত চিঠি না এটা হলো জুনাপ্পির বয়স জানার গোয়েন্দা কার্যক্রম :P আমি কিন্ত বুড়া ছুড়া সবার পোস্টেই যাই। কাগুর পোস্টে মন্তব্য করি বলে আমি উহার বয়সী এইটা আপনার ভুল ধারণা :-/
তারপর ও আমাকে চিঠি লিখেছেন তার জন্য ম্যালা ধন্যবাদ =p~
+

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৩

জটিল ভাই বলেছেন:
আয় হায়! বলেন কি! আমাকে কি আপনার ঘটক মনে হয়? =p~
জানেনিতো, ছেলেদের ইনকাম আর মেয়েদের বয়স জানতে নেই। :P
আন্তরিক মন্তব্যে আন্তরিক জটিলবাদ :)
মাগার সোনাগাজি আপনার কাগু হইলো কোনদিক দিয়া???? তাই বইলা এক্কেবারে খাগু!!!! :D

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: এইডা আপ্নে কি করলেন ? জুন আপুকে ব্লগার সোনাগাজীর সমসাময়িক বানায়ে ফেললেন! :-< আপু যে এরপরেও আপনার পোস্টে এসেছে , আপনের সাত জনমের ভাইগ্য।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৪

জটিল ভাই বলেছেন:
আমি আপারে উহার সমসাময়িক বানাইলে কি হইবো? আপা যে উহারে কাগু বানাই দিছে!!!! =p~
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন :)

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩২

শায়মা বলেছেন: হা হা হা হাসতে হাসতে মরে গেলাম!!!!!!!!!! :P



ভাতিজি আর চাচার মাঝে অন্তত ১৫ বছরের পার্থক্য আছে মনে হয়। কাজেই ঠিকই আছে চাচা ভাতিজির ব্যাপার। আর আমি তো সবার মালটি তাই বলে সোনাগাজী ভাইয়ার মালটি হতে পারবো না। :(


তুমি আপুনিকে এত বুড়ি মানুষ বানিয়ে দিয়েছো ভাইয়ার সমান!! তাই আপুনি তোমাকে সেল্টার দেবে না!!! :)

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

জটিল ভাই বলেছেন:
হা হা হা হাসতে হাসতে মরে গেলাম!!!!!!!!!! :P
প্লিজ মরে যেও না। তবে আমরা অমন নির্মল বিনোদনপ্রেমী কোথায় পাবো? :(

ভাতিজি আর চাচার মাঝে অন্তত ১৫ বছরের পার্থক্য আছে মনে হয়। কাজেই ঠিকই আছে চাচা ভাতিজির ব্যাপার। আর আমি তো সবার মালটি তাই বলে সোনাগাজী ভাইয়ার মালটি হতে পারবো না। :(
এসব ব্যাপার না। চাচা-ভাতিজিও ফ্রেন্ড হয়। আমিও সেটা আশা করিনা যে উহার মাল্টি হতে পারবা :p

তুমি আপুনিকে এত বুড়ি মানুষ বানিয়ে দিয়েছো ভাইয়ার সমান!! তাই আপুনি তোমাকে সেল্টার দেবে না!!! :)
আরে সেল্টার দেবে। হাসিনার নানির ক্লাসমেট বলে কথা :P

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: আসসালামু আলাইকুম জটিল ভাই। আশা করি ভাল আছেন।

আশ্চর্যের বিষয় হলো ফেসবুক ঘেটে দেখি অনেকে অনেককেই চিঠি লিখছে আবার সেগুলোকে পোস্ট করছে। হঠাৎ করে একটা পোস্ট সামনে এরকম আসলো "জিমেইলে যাদের চিঠি আসছে তারা সত্যিই বেশ ভাগ্যবান" তা আমি একা এমন অভাগী মানুষ ভাবলাম জিমেইল টা একবার চেক করে গিয়ে দেখি কেউ চিঠি দিল কিনা!
ওমা, গিয়ে দেখি জিমেইল স্টোরেজ ফুল আর নোটিফিকেশনে ভরপুর :) দুঃখ মনে ফিরে এলাম ইউটিউবের ভুতের মুভি তে চুরুত করে দেখি এল আবার ফেসবুকের নোটিফিকেশন। চট করেই লগইন করে পড়ে ফেললাম আপনার লেখা জুনাপুর খানা। ব্লগেও এলাম বহুদিন পরে। যাক, এ দিবসে চিঠি না আসুক নামটা এসেছে ব্লকের পাতায়!! ইয়াহুউউউউউউউউউউউ :) =p~

শুভকামনা রইল।

- দেয়ালিকা বিপাশা

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৯

জটিল ভাই বলেছেন:
ওয়াআলাইকুমুসসালাম। আলহাম্দুলিল্লাহ্। আশা করি আপনিও ভালো আছেন। আপনার মন্তব্য দেখে আমিও জিমেইল চেক করলাম। কিন্তু আমিও কিছু পেলাম না। যদিও এসবে বিশ্বাস করিনা, তারপরও বিষয়গুলো ইন্টারেস্টিং লাগে।
আপনাকে স্মরণ করায় যে উচ্ছাস দেখলাম তাতে আমার লিখা সার্থক। আল্লাহ্ আপনাকে সৌভাগ্যবতী করুন।
মন্তব্যে আন্তরিক জটিলবাদ জানবেন আপি :)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৩

দেয়ালিকা বিপাশা বলেছেন: চট করেই লগইন করে পড়ে ফেললাম আপনার লেখা জুনাপুরচিঠিখানা ।( সংশোধনী)

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০

জটিল ভাই বলেছেন:
ব্যাপার না। ভুল হতেই পারে। পিক দেখা যায় পরিবর্তন করেছেন :)

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জুনাপির পোষ্ট মানেই ছিল পরিপক্ক এক ভ্রমণ গল্প। সে কতো দিন থেকে মিস করছি! যাই হোক আপনি কিন্তু মিঞা ভাই কাজটা ঠিক করেননি। জুনাপিকে কার সমান করতে গেলেন!!!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১

জটিল ভাই বলেছেন:
হেহেহে..... তাতে সমস্যা কি বাহে?
জুনাপিরে মুরুব্বির সমান সম্মান দিছি।
মুরুব্বি মুরুব্বি...... উহু.....উহু........

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

করুণাধারা বলেছেন: জুন এক নাম্বারে!! =p~

আমার জন্মদিন যে জুনের জন্মদিনের পরের দিন!!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪১

জটিল ভাই বলেছেন:
বলেন কি আপা!!! সাল কি একটাই? :O

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

করুণাধারা বলেছেন: সাল তো বলতে পারছি না। :( কত বছর আগে জন্মেছি, হিসাব রাখতে রাখতে আর হিসাব রাখতে পারি না আজকাল!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫০

জটিল ভাই বলেছেন:
আহারে.... ব্যাপার না আপা! সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে :(

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: -বয়স নিয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে মনে হয় ফোবিয়া আছে, বয়স নিয়ে লুকুচুরি করে লাভ কি? আর বয়স কি আসলেই লুকিয়ে রাখা সম্ভব?

-বয়স শুধুই একটি সংখ্যা মাত্র বয়স দ্বারা কখনোই মানুষের জ্ঞান বুদ্ধি পরিমাম করা সম্ভব নয়।

-আমি কোথাও নিজের পরিচয় দেয়ার আগে সর্বপ্রথম বলি নিজের নাম তারপর বয়স এরপর অন্যন্য কিছু।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৫

জটিল ভাই বলেছেন:
সুন্দর এবং প্রশংসনীয় চর্চা। সেটাইতো, কি লাভ বয়স লুকিয়ে?
জটিলবাদ।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: -বয়স নিয়ে আমাদের দেশের মানুষদের মধ্যে মনে হয় ফোবিয়া আছে, বয়স নিয়ে লুকুচুরি করে লাভ কি? আর বয়স কি আসলেই লুকিয়ে রাখা সম্ভব?

-বয়স শুধুই একটি সংখ্যা মাত্র বয়স দ্বারা কখনোই মানুষের জ্ঞান বুদ্ধি পরিমাম করা সম্ভব নয়।

-আমি কোথাও নিজের পরিচয় দেয়ার আগে সর্বপ্রথম বলি নিজের নাম তারপর বয়স এরপর অন্যন্য কিছু।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

জটিল ভাই বলেছেন:
কিন্তু এই মন্তব্যেতো আপনার বয়স যুক্ত করলেন না! =p~

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৬

কাছের-মানুষ বলেছেন: দারুন। চিঠিটি যোগ্য মানুষকে নিয়েই লিখেছেন, তিনি একজন বিচক্ষন ব্লগার।

আপনি আরো চিঠি লিখুন, উপওয়ালা আপনার আঙ্গুলে মানে কি-বোর্ডে বরকত দিক।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৯

জটিল ভাই বলেছেন:
জটিলবাদ। আচ্ছা, তবে বুঝি অযোগ্য মানুষকে নিয়ে চিঠি লিখা যায় না? তাই বুঝি আপনি আমাকে নিয়ে লিখেন না? =p~

"উপওয়ালা" মানেটা কি বুঝলাম না!!!

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

জুন বলেছেন: আমার লেখা প্রতিদিন আসেনা বলে আমার সম্পর্কে কিছু জানেননা এটা মানতে পারলাম্না :( গত ১৪ বছর সামুর পাতায় পাতায় আমার কত মহাকাব্য রচনা করা আছে সেগুলোতে কি ব্লগার খায়রুল আহসান এর মতো একটুও কোনদিন চোক্ষু বুলান্নাই :-* আফসোস আমার সারা জীবন থাকলো। তাছাড়া শায়মা যে আমার একটা স্কেচ একেছিল স্যুটকেস টানছি সেটা দেখলেও তো কিছুটা আন্দাজ করতে পারতেন আমি কার সমসাময়িক :P
যাকগা আর কিছু লিখতে চাইনা। বড় মন্তব্য লেখি না বইলা আপনার একটা আফসুস ছিল। আজকের পর তা আর থাকবে না জটিল ভাই ;)
এখন আপাতত দেশে আছি তবে শীঘ্রই উড়াল দিবো আর এবার ভালো করে বিজনেস ক্লাসটা চেক করবো। যাতে গতবারের মতো ভুল না হয় B-)

তবে ওইটা নিয়া লিখলে কাকু আবার মাইন্ড করবে, উনি যে আমার ভ্রমণ আর প্লেনের গপ্প শুনতে চান্না :-/
@ করুনাধারা তুমিও জুন :)

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪

জটিল ভাই বলেছেন:
আমার লেখা প্রতিদিন আসেনা বলে আমার সম্পর্কে কিছু জানেননা এটা মানতে পারলাম্না :( গত ১৪ বছর সামুর পাতায় পাতায় আমার কত মহাকাব্য রচনা করা আছে সেগুলোতে কি ব্লগার খায়রুল আহসান এর মতো একটুও কোনদিন চোক্ষু বুলান্নাই :-* আফসোস আমার সারা জীবন থাকলো। তাছাড়া শায়মা যে আমার একটা স্কেচ একেছিল স্যুটকেস টানছি সেটা দেখলেও তো কিছুটা আন্দাজ করতে পারতেন আমি কার সমসাময়িক :P
নিয়মিত না লিখলে বুঝা সম্ভব না, এটা আপনার কাগুর আবিষ্কার =p~ দোষটা অবশ্য আপনার না, আমারই। আমিই বিগত ১৪ বছরের ১৩ বছর ইন্যাক্টিভ ছিলাম :( তবে খায়রুল ভাইয়ের বিষয়টা মানতে পারলাম না। কারণ তিনিই একমাত্র ঐতিহাসিকদের পুরাতন দলিল-দস্তাবেজ ঘাটার মত করে পুরাতন লিখা পড়ে থাকেন। ♥♥♥ আর শ্যাম্পুর কথা কি বলবো? তাহার আঁকাতে নিজেকেই খুঁজে বের করা দায়! =p~ তবে বাস্তবতা হচ্ছে আপনার লিখা আমার কাছে অনেক গুরুগম্ভীর লাগে। তাই তেমন গভীরে যেতে পারি নাই। তবে এখন অনেকটা ইজি বোধ করছি :)

যাকগা আর কিছু লিখতে চাইনা। বড় মন্তব্য লেখি না বইলা আপনার একটা আফসুস ছিল। আজকের পর তা আর থাকবে না জটিল ভাই ;)
আমার জীবন ধন্য হইলো। আন্তরিক জটিলবাদ গ্রহণ করুন :)

এখন আপাতত দেশে আছি তবে শীঘ্রই উড়াল দিবো আর এবার ভালো করে বিজনেস ক্লাসটা চেক করবো। যাতে গতবারের মতো ভুল না হয় B-) তবে ওইটা নিয়া লিখলে কাকু আবার মাইন্ড করবে, উনি যে আমার ভ্রমণ আর প্লেনের গপ্প শুনতে চান্না :-/
হাহাহাহাহা........ আপনার কাগু কি চায়, আর কি চায় না, তা কি নিজে জানে? :P খালি বুঝি এটাই চায় যে আমি সড়ে গিয়ে তারে ব্লগের মাঠ খালি করে দিই =p~

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসুস্থতায় ভুগছি... কিছুতেই মজা পাচ্ছি না :(

#জুনাপু দেশে আছো.....। দেখা করা যাবে না?

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩০

জটিল ভাই বলেছেন:
কেন আভী? কি হয়েছে? ইদানিং আপনার আর ব্যাংকের উভয়েরই অবস্থা ভালো যাচ্ছে না দেখছি :(

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও জুন তাহলে সোনাগাজী সমসাময়িক? :D

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩

জটিল ভাই বলেছেন:
আবার জিগান!!! উনাদের মাঝে ১৫ বছরের পার্থক্য! যদিও উনারা সম্পর্কে কাগু-ভাতিজি! =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.